Rajiv Gandhi assassination case: রাজীব গান্ধী হত্যায় অভিযুক্ত পেরারিভালান কেন মুক্তি পাচ্ছেন না? কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 28, 2022 | 2:22 PM

Rajiv Gandhi assassination case: এজি পেরারিভালানকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নিচ্ছেন না তামিলনাড়ুর রাজ্যপাল। সিদ্ধান্ত নিতে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে বিষয়টা।

Rajiv Gandhi assassination case: রাজীব গান্ধী হত্যায় অভিযুক্ত পেরারিভালান কেন মুক্তি পাচ্ছেন না? কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের
এজি পেরারিভালান (ফাইল ছবি)

Follow Us

নয়া দিল্লি: ৩৬ বছর ধরে কারাবাস করা সত্ত্বেও কেন এজি পেরারিভালানকে মুক্তি দেওয়া হচ্ছে না, কেন্দ্রীয় সরকারকে সেই প্রশ্নই করল সুপ্রিম কোর্ট। রাজীব গান্ধী হত্যা মামলায় পেরারিভালানকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু ২৫ বছর হয়ে যাওয়ার পর অনেককেই মুক্তি দেওয়া হয়েছে। পেরারিভালানের ক্ষেত্রে কেন তেমনটা হল না, তা নিয়েই প্রশ্ন উঠেছে। এই বিষয়ে তামিলনাড়ুর রাজ্যপালের সিদ্ধান্ত নেওয়ার কথা, কিন্তু তিনি রাষ্ট্রপতির কাছে বিষয়টি পাঠিয়েছেন। কে সিদ্ধান্ত নেবে সেই বিষয়ে গুরুত্ব না দিয়ে, কেন মুক্তি দেওয়া হচ্ছে না পেরারিভালানকে, সেই প্রশ্নই তুলেছে শীর্ষ আদালত। বুধবার ছিল সেই সংক্রান্ত মামলার শুনানি।

সুপ্রিম কোর্ট উল্লেখ করেছে, অপেক্ষাকৃত কম সময় থেকেও অনেকে মুক্তি পেয়ে গিয়েছেন, কিন্তু পেরারিভালানের কারাবাসের সময়সীমা ৩৬ বছর পেরিয়ে গেলেও তাঁকে মুক্তি দেওয়া হয়নি। এ ছাড়া রাজ্যপাল এ বিষয়ে সিদ্ধান্ত না নিয়ে সংবিধান বিরোধী কাজ করেছে বলেও উল্লেখ করেছে আদালত। আদালতের পর্যবেক্ষণ, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য রাজ্যপাল। বিচারপতি এলএন রাও ও বিচারপতি বিআর গাভাইয়ের বেঞ্চে চলছে সেই মামলার শুনানি।

আদালত স্পষ্ট জানিয়েছে, কোনও মন্ত্রিসভা যখন কোনও সিদ্ধান্ত নিয়ে তা রাজ্যপালকে জানায়, তখন ভিন্নমত পোষণ করলে সেই বিষয়টা পুনরায় রাজ্যের মন্ত্রিসভার কাছে ফিরিয়ে দিতে পারেন রাজ্যপাল, রাষ্ট্রপতির কাছে পাঠানো যায় না।

ডিভিশন বেঞ্চের তরফে কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল কেএম নটরাজকে বলা হয়েছে, এক সপ্তাহের মধ্যেই কেন্দ্রকে বিষয়টা দেখে সিদ্ধান্ত জানাতে হবে, অন্যথায় আদালত পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী পেরারিভালানকে মুক্তি দেওয়ার নির্দেশ দেবে। আগামী ৯ মার্চ এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। সে দিন আদালতে এই মামলা সংক্রান্ত সব নথি পেশ করতে বলা হয়েছে কেন্দ্রকে।

আরও পড়ুন : Online Classes for Universities: তীব্র তাপপ্রবাহের জের, এবার বিশ্ববিদ্যালয়গুলিকেও অনলাইন ক্লাসের পরামর্শ রাজ্যের

আরও পড়ুন : Rahul Gandhi on PK: অক্ষরে অক্ষরে মিলে গেল কথা! পিকে-র সম্পর্কে কী ভবিষ্যতবাণী করেছিলেন রাহুল?

Next Article