Manmohan Singh: মৃত্যুর পরও প্রাক্তন প্রধানমন্ত্রীকে ‘অপমান’! কংগ্রেসকে বিঁধল পদ্ম শিবির

Avra Chattopadhyay |

Dec 30, 2024 | 4:49 PM

Manmohan Singh: রবিবার যখন প্রাক্তন প্রধানমন্ত্রীর অস্থি বিসর্জনে ব্যস্ত তার পরিবার। সেই ফাঁকেই কংগ্রেসের বর্ষীয়ান নেতাদের দিকে তোপ দাগল বিজেপি।

Manmohan Singh: মৃত্যুর পরও প্রাক্তন প্রধানমন্ত্রীকে অপমান! কংগ্রেসকে বিঁধল পদ্ম শিবির
Image Credit source: PTI

Follow Us

নয়াদিল্লি: বছরের শেষ কাটল বিষাদে। রাজনৈতিক মহলের অন্যতম নক্ষত্র মনমোহন সিংকে হারাল এই দেশ। ভারতের অর্থনীতিকে পুঁজির খোলা বাজারে মুক্ত করেছিলেন যিনি। যার আমলে শেয়ার বাজার দেখিয়েছিল আকাশছোঁয়া বুল রান। সেই মুক্ত অর্থনীতির চিন্তককে বছর শেষে হারাল ভারত।

তবে সেই বিষাদের মাঝেও থামেনি রাজনীতির কচকচানি, থামেনি দুই পক্ষের বাকবিতণ্ডা, দিনশেষে যুযুধান বিজেপি-কংগ্রেস।

এই খবরটিও পড়ুন

রবিবার যখন প্রাক্তন প্রধানমন্ত্রীর অস্থি বিসর্জনে ব্যস্ত তার পরিবার। সেই ফাঁকেই কংগ্রেসের নেতাদের দিকে তোপ দাগল বিজেপি। নিজের এক্স হ্যাণ্ডেলে একটি পোস্ট মাধ্যমে কংগ্রেসকে বিঁধলেন পদ্ম শিবিরের ডিজিটাল মেশিনারির অন্যতম মুখ অমিত মালব্য। তিনি লেখেন, ‘এটা দেখে দুঃখ পেলাম যে কংগ্রেসের কোনও সদস্য কিংবা গান্ধী পরিবারের কেউই প্রাক্তন প্রধানমন্ত্রীর অস্থি বিসর্জনের অনুষ্ঠানে যোগ দিলেন না। মানুষের দৃষ্টি আকর্ষণের সময় তাদের উপস্থিতি টের পাওয়া গেলেও, প্রাক্তন প্রধানমন্ত্রীকে যথাযথ সম্মান দেওয়ার সময় তাদের টিঁকিটাও পাওয়া যায় না’।

একই অভিযোগ তুলেছে বিজেপির অন্যান্য নেতারাও। তাদের দাবি, ‘মনমোহন সিংয়ের অস্থি বিসর্জন অনুষ্ঠানে গান্ধী পরিবার বা কংগ্রেসের কোনও উচ্চ পর্যায়ের নেতা উপস্থিত ছিলেন না’।

অবশ্য, বিজেপির অভিযোগের পাল্টা মুখ বন্ধ করে থাকেনি কংগ্রেস। মনমোহন সিংয়ের অস্থি বিসর্জনের অনুষ্ঠানে কেন উপস্থিত ছিলেন কংগ্রেসের উচ্চ পর্যায়ে নেতারা, তার মূল কারণ খোলাশা করে তারা। জানায়, ‘মনমোহন সিংয়ের পরিবার যেন একান্ত ভাবে নিজেদের কাজ করতে পারে, সেই গোপনীয়তা টুকু বজায় রাখতেই কংগ্রেসের কোনও উচ্চ পর্যায়ের নেতা-নেত্রী অস্থি বিসর্জনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি।’ এছাড়াও, বিজেপির দিকে তোপ দেগে, ‘নোংরা রাজনীতি’ করার অভিযোগ তোলে তারা। শবদাহের পর মনমোহন সিংয়ের পরিবারের সঙ্গে সনিয়া গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধী একান্তে গিয়ে দেখা করেন সেই কথা জানা যায় কংগ্রেস সূত্রে।

Next Article