Railway: রেলের বুকিং-এর নিয়ম কেন বদল করা হল, কী ফল পাবেন যাত্রীরা?

Rail: টিকিটের প্রাপ্যতা বৃদ্ধি হবে। টিকিট বাতিল ও অনুপস্থিতির প্রবণতা কমলে যাঁরা সত্যি যাত্রা করতে চান, তাঁদের জন্য আরও বেশি টিকিট থাকবে। ছোট বুকিং উইন্ডো থাকার ফলে যাত্রীরা সুনির্দিষ্ট সময়ে তাদের ভ্রমণ পরিকল্পনা করতে পারবেন।

Railway: রেলের বুকিং-এর নিয়ম কেন বদল করা হল, কী ফল পাবেন যাত্রীরা?
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Oct 30, 2024 | 6:17 PM

নয়া দিল্লি: ট্রেন বুকিং-এর নিয়মে বদল এসেছে সম্প্রতি। আগামী নভেম্বর মাস থেকে ৬০ দিনের আগে আর বুকিং করা যাবে না। সব যাত্রী যাতে টিকিট পেতে পারে, বুকিং-এর ক্ষেত্রে যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য এই বদল আনা হয়েছে। টিকিটের প্রাপ্যতা বৃদ্ধি করাই মূল উদ্দেশ্য বলে জানানো হয়েছে রেলের তরফে।

রেলের তরফে জানানো হয়েছে, ৬০ দিনের বেশি সময় আগে বুকিং করা রিজার্ভেশন টিকিটের প্রায় ২১ শতাংশ বাতিল করা হয়েছে। রেলের পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে। শুধু তাই নয়, আরও ৫ শতাংশ যাত্রী টিকিট বাতিল না করলেও, ট্রেনে যাত্রা করেননি। ফলে, ওই আসনগুলির টিকিট নষ্টই হয়েছে। এই পরিস্থিতি দেখেই রেল বোর্ড এই নতুন নিয়ম চালু করেছে।

টিকিটের প্রাপ্যতা বৃদ্ধি হবে। টিকিট বাতিল ও অনুপস্থিতির প্রবণতা কমলে যাঁরা সত্যি যাত্রা করতে চান, তাঁদের জন্য আরও বেশি টিকিট থাকবে। ছোট বুকিং উইন্ডো থাকার ফলে যাত্রীরা সুনির্দিষ্ট সময়ে তাদের ভ্রমণ পরিকল্পনা করতে পারবেন।

এই খবরটিও পড়ুন

রেলের বক্তব্য, এই নিয়ম পরিবর্তনের ফলে সব যাত্রী সমান পরিষেবার সুযোগ পাবে। ১২০ দিনের অগ্রিম রিজারভেশন অনুসারে সমস্ত বুকিং বৈধ থাকবে। বিদেশি পর্যটকদের জন্য ৩৬৫ দিনের রিজারভেশন অপরিবর্তিত থাকবে। ২০১৫ সালে ৬০ দিন থেকে বাড়িয়ে ১২০ দিন করা হয়েছিল এই অগ্রিম টিকিট বুকিং-এর সময়সীমা।