হিমালয়ের মতো সংবেদনশীল জায়গায়, কেন তৈরি হয়েছিল পাওয়ার প্রোজেক্ট?
পশ্চিমবঙ্গ থেকেই নিখোঁজ ৩ জন।
কেদারনাথের স্মৃতি উসকে দিয়ে জোশীমঠ বিপর্যয়ে (Joshimath Disaster) প্রাণ হারিয়েছেন অনেকে। নিখোঁজ শতাধিক। জোরকদমে উদ্ধারের কাজ চালাচ্ছে সেনা, আইটিবিপি, এনডিআরএফ। ঘরে ফেরেননি বাংলার লালু, বুলা, সুদীপদের মতো আরও অনেকে।জোশীমঠের বিপর্যয়ে এ পর্যন্ত মোট ২৮ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। বিভিন্ন রাজ্যের শতাধিক এখনও নিখোঁজ। পশ্চিমবঙ্গ থেকেই নিখোঁজ ৩ জন। তাঁদের উদ্দেশে ম্যাগনেটিক লেজার রাডার সার্ভের মাধ্যমে খোঁজ চলছে।
Published on: Feb 09, 2021 03:34 PM
Latest Videos