App Bike Ban: আর চলবে না Ola, Uber বা Rapido-র বাইক ট্যাক্সি, বড় নির্দেশ হাইকোর্টের
Ola-Uber-Rapido Service: মোটর ভেহিকেলস অ্যাক্ট ১৯৮৮-র ৩ নম্বর ধারার অধীনে সরকার প্রয়োজনীয় গাইডলাইন জারি না করা পর্যন্ত রাজ্যে বাইক ট্যাক্সি চলতে পারে না। আগামী ৬ সপ্তাহের মধ্যে রাজ্যে যাতে বাইক ট্যাক্সি পরিষেবা বন্ধ হয়ে যায়, তা নিশ্চিত করতে বলা হয়েছে রাজ্য সরকারকে।

বেঙ্গালুরু: এখন অ্য়াপ-ক্য়াব, বাইকের যুগ। দরকার পড়লেই বা তাড়াহুড়ো থাকলে মোবাইল খুলে অ্যাপ বাইক বুক করেন কমবেশি সকলে। তবে সেই সুখ আর বেশিদিনের নয়। বড় ধাক্কা অ্যাপ-বাইক সংস্থাগুলির। বন্ধ করতে বলা হল অ্যাপ বাইক পরিষেবা। আগামী ৬ সপ্তাহের মধ্যেই পরিষেবা বন্ধ করতে বলা হয়েছে।
এই নির্দেশ দিয়েছে কর্নাটক হাইকোর্ট। বুধবারই আদালতের তরফে জানানো হয়, মোটর ভেহিকেলস অ্যাক্ট ১৯৮৮-র ৩ নম্বর ধারার অধীনে সরকার প্রয়োজনীয় গাইডলাইন জারি না করা পর্যন্ত রাজ্যে বাইক ট্যাক্সি চলতে পারে না। আগামী ৬ সপ্তাহের মধ্যে রাজ্যে যাতে বাইক ট্যাক্সি পরিষেবা বন্ধ হয়ে যায়, তা নিশ্চিত করতে বলা হয়েছে রাজ্য সরকারকে। ওলা, উবার, র্যাপিডো সহ বাইক ট্যাক্সি পরিষেবাদাতাদের এই কর্নাটকে আপাতত বাইক পরিষেবা বন্ধ করে দিতে হবে।
বিচারপতি বিএম শ্যাম প্রসাদের বেঞ্চের তরফে বলা হয়েছে, রাজ্য সরকারকে তিন মাস সময় দেওয়া হচ্ছে। এর মধ্যে রাজ্য সরকারকে প্রয়োজনীয় আইন ও গাইডলাইন তৈরি করতে হবে। কর্নাটক হাইকোর্টের এই রায়ের পরই বাইক ট্যাক্সি প্ল্যাটফর্মের কর্মকর্তারা বলছেন যে তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা বিবেচনা করছেন।
২০২১ সালের জুলাই মাসে, কর্নাটক সরকার বাইক ট্যাক্সি পরিষেবা নিষিদ্ধ করে একটি আদেশ জারি করে। এর বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করে র্যাপিড, উবার এবং ওলা। শুনানির সময়, হাইকোর্ট সরকারকে এই প্ল্যাটফর্মগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া থেকে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছিল।





