Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ram Navami Harmony: রাম নবমীর মিছিলে সম্প্রীতির ছবি, পুষ্প বৃষ্টি সংখ্যালঘুদের

Ram Navami Harmony: এদিন মালদহে নানা প্রান্ত থেকে রাম নবমীর যে মিছিল আসছে সেখানে অংশগ্রহণকারীদের হাতে জল-শরবৎ তুলে দিতে দেখা যায় মুসলিম কমিটির সদস্যদের। কমিটির সদস্যরা বলছেন, “মিছিলে যাঁরা অংশগ্রহণ করেছিলেন তাঁদের শুধু জলই দিইনি লাড্ডুও দেওয়া হয়েছে।

Ram Navami Harmony: রাম নবমীর মিছিলে সম্প্রীতির ছবি, পুষ্প বৃষ্টি সংখ্যালঘুদের
নানা প্রান্তে দেখা গেল সম্প্রীতির ছবিImage Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Apr 06, 2025 | 2:35 PM

মালদহ: রাম নবমীতে মালদহে দেখা গেল সম্প্রীতির ছবি। রাম নবমীর মিছিলে পুষ্প বৃষ্টি করলেন সংখ্যালঘুরা। তাবু খাটিয়ে বিলি করা হল শরবৎ, মিষ্টি। একাধিক জায়গায় স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করল মালদহের আটকোশী আঞ্জুমান আকবারিয়া ইসলামিয়া শহর মুসলিম কমিটি। তাঁরা যে রাম নবমীর আবহে এই আয়োজন করতে চলেছেন তা বেশ কয়েকদিন আগেই জানিয়েছিলেন। 

এদিন মালদহে নানা প্রান্ত থেকে রাম নবমীর যে মিছিল আসছে সেখানে অংশগ্রহণকারীদের হাতে জল-শরবৎ তুলে দিতে দেখা যায় মুসলিম কমিটির সদস্যদের। কমিটির সদস্যরা বলছেন, “মিছিলে যাঁরা অংশগ্রহণ করেছিলেন তাঁদের শুধু জলই দিইনি লাড্ডুও দেওয়া হয়েছে। আমরা এভাবেই সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে চাই। শুধু মালদহ শহর নয়। গোটা মালদহ জেলে, গোটা বাংলা, গোটা ভারতের মানুষের কাছে আমরা এর মাধ্যমে সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে চাই।”

একই ছবি দেখা গেল বীরভূমের রামপুরহাটেও। রামপুরহাটের সংখ্যালঘু যুবকরা রাম নবমীর শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের জল, মিষ্টি ও লাড্ডু খাওয়ালেন। এদিন রামপুরহাটে বকটুই যুবকবৃন্দের পক্ষ থেকে এই আয়োজন করা হয়। রিয়াজুল খান নামে এক বলছেন, গরমের দাপট খুব। এদিকে মিছিলে অনেক মানুষের ভিড়। দাবদাহে যাতে মিছিলে আসা মানুষদের কোনও অসুবিধা না হয় সে কারণেই আমরা প্রায় আড়াই হাজার মানুষের হাতে জল মিষ্টি তুলে দিলেন। এদিকে যখন জল মিষ্টি দেওয়া হচ্ছিল তখন ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। তিনিও গাড়ি থেকে নেমে রিয়াজুলদের থেকে জল খান।