নয়া দিল্লি: বাংলায় কনকনে ঠান্ডার আবেশ পাওয়া ভার। তবে দিল্লি-সহ উত্তরের রাজ্যগুলিতে জাঁকিয়ে শীত পড়েছে। তার সঙ্গে চলছে শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার দাপট। এর মধ্যে আবার বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে মৌসম ভবন। এই পরিস্থিতিতে দিল্লির স্কুলের শীতকালীন ছুটি বাড়ানো হল। শনিবার দিল্লি শিক্ষা দফতরের তরফে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
দিল্লি শিক্ষা দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অতিরিক্ত ঠান্ডার জেরে দিল্লির সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলগুলিতে ছুটি ১০ জানুয়ারি, বুধবার পর্যন্ত বাড়ানো হল। এই বিষয়ে দিল্লির সমস্ত স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকাদের কাছে নির্দেশিকা পাঠানো হয়েছে এবং সমস্ত ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাকে জানিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, দিল্লি-সহ উত্তর ভারতের রাজ্যগুলিতে প্রতি বছরই কনকনে ঠান্ডা পড়ে। তার সঙ্গে চলে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহ। এবছরও তার ব্যতিক্রম হয়নি। তাই খুদে পড়ুয়াদের কথা বিবেচনা করে দিল্লি-সহ এনসিআর অঞ্চসে সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলে শীতকালীন ছুটি দেওয়া হয়েছে। রাজধানীর স্কুলগুলিতে শীতকালীন ছুটি শনিবার, ৬ জানুয়ারি শেষদিন ছিল। সোমবার, ৮ জানুয়ারি থেকে স্কুল চালু হওয়ার কথা ছিল। সেই ছুটি বাড়ানো হল। অন্যদিকে, নয়ডা ও গ্রেটার নয়ডার স্কুলগুলিতে অষ্টম শ্রেণি পর্যন্ত শীতকালীন ছুটি দেওয়া হয়েছে এবং আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত ছুটি চলবে।
মৌসম ভবন সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই দিল্লিতে ঘন কুয়াশার দাপট চলছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েকদিন দিল্লি ও সংলগ্ন এলাকায় হালকা বৃষ্টিপাতের পূর্বাভাসও রয়েছে। ফলে তাপমাত্রা আরও কমতে পারে।