WITT 2025: ‘সঙ্কটের সময়ে বিশ্ব ভারতের দিকেই তাকিয়ে’, প্রধানমন্ত্রীকেই কৃতিত্ব দিলেন মাই হোম গ্রুপের ভাইস চেয়ারম্যান রামু রাও

ঈপ্সা চ্যাটার্জী |

Mar 28, 2025 | 6:32 PM

WITT: রামু রাও বলেন, "প্রধানমন্ত্রী যে নীতিগুলি বাস্তবায়ন করেছেন, তার সূত্র ধরেই ভারত মজবুত অর্থনীতিতে পরিণত হচ্ছে। গতিশক্তি স্কিমের অধীনে পরিকাঠামো উন্নয়ন থেকে স্টার্টআপ ইন্ডিয়ার মতো উদ্যোগ উৎপাদন, ডিজিটাল অর্থনীতিতে পরিবর্তন আনছে।

WITT 2025: সঙ্কটের সময়ে বিশ্ব ভারতের দিকেই তাকিয়ে, প্রধানমন্ত্রীকেই কৃতিত্ব দিলেন মাই হোম গ্রুপের ভাইস চেয়ারম্যান রামু রাও
WITT-র মঞ্চে রামু রাও।
Image Credit source: TV9 নেটওয়ার্ক

Follow Us

নয়া দিল্লি: কীভাবে পরিবর্তন হচ্ছে দেশের অর্থনীতি, টিভি৯ নেটওয়ার্কের “হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে”র মঞ্চে তা ব্যাখ্যা করলেন মাই হোম গ্রুপের ভাইস চেয়ারম্যান রামু রাও।

শুক্রবার থেকে শুরু হয়েছে টিভি ৯ নেটওয়ার্ক আয়োজিত “হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে” কনক্লেভ। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে স্বাগত জানান টিভি৯ নেটওয়ার্কের MD-CEO বরুণ দাস, মাই হোম গ্রুপের চেয়ারম্যান রামেশ্বর রাও ও ভাইস চেয়ারম্যান জুপল্লি রামু রাও।

অনুষ্ঠানের শুরুতেই মাই হোম গ্রুপের ভাইস চেয়ারম্যান রামু রাও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, “হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে”র তৃতীয় সংস্করণে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে পেরে আমি ধন্য। যুদ্ধ কোনও অপশন নয়, আপনার এই দৃষ্টিভঙ্গি আজ বিশ্বজুড়ে গৃহীত। এই সঙ্কটের সময়ে গোটা বিশ্ব আশার আলোয় ভারতের দিকে তাকিয়ে আছে। আপনার নেতৃত্বে ভারত একজন পথপ্রদর্শকের ভূমিকা পালন করছে। ভারত আজ পৃথিবীর অর্থনীতির চালক হয়ে উঠেছে। ওয়ার্ল্ড ব্যাঙ্কও বলেছে আগামী দুই অর্থবর্ষে ভারত সবথেকে দ্রুত বৃদ্ধি পাওয়া অর্থনীতি হবে। আইএমএফ-ও একই কথা বলেছে।”

দেশের অর্থনীতির উন্নয়নের বর্ণনা দিয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রী যে নীতিগুলি বাস্তবায়ন করেছেন, তার সূত্র ধরেই ভারত মজবুত অর্থনীতিতে পরিণত হচ্ছে। গতিশক্তি স্কিমের অধীনে পরিকাঠামো উন্নয়ন থেকে স্টার্টআপ ইন্ডিয়ার মতো উদ্যোগ উৎপাদন, ডিজিটাল অর্থনীতিতে পরিবর্তন আনছে। আমার মতো লক্ষাধিক মানুষ স্কিলের উন্নয়ন ও এগিয়ে চলার মন্ত্র নিয়ে এগোচ্ছি।”

তিনি আরও বলেন, “মাই হোম গ্রুপেরও মন্ত্র হল নিজেদের পাশাপাশি দেশের গঠন ও উন্নয়ন। আমি আমার বাবাকে দেখে অনুপ্রাণিত হয়েছি। প্রধানমন্ত্রী স্যর, আপনার দেশের উপরে এবং আমাদের মতো উদ্যোগপতিদের উপরে বিশ্বাস রাখা কারণেই আজ এই সাফল্য। আপনার জন্যই আজ ভারত স্থিতাবস্থা, উন্নয়ন ও ইক্যুয়িটিতে বিশ্বাসী।”

Next Article