Food poisoning: মন্দিরে প্রসাদ খাওয়ার পরই ভিড় বাড়ছে হাসপাতালে, মৃত্যু মহিলার

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Dec 25, 2023 | 6:40 PM

Food poisoning: একটি মন্দিরে শনিবার পুজো দিতে গিয়ে সেখানে প্রসাদ গ্রহণ করেন ভক্তরা। সেই প্রসাদ খাওয়ার পরই সকলের আমাশয় ও বমি হতে শুরু করে বলে অভিযোগ। তারপর রবিবার দুপুর থেকে হোসকোটের হাসপাতালে রোগীর ভিড় বাড়তে শুরু করে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, একটি হাসপাতালের পুরো একটি তল আইসিইউয়ে পরিণত হয়েছে।

Food poisoning: মন্দিরে প্রসাদ খাওয়ার পরই ভিড় বাড়ছে হাসপাতালে, মৃত্যু মহিলার
প্রতীকী ছবি।

Follow Us

বেঙ্গালুরু: মন্দিরে পুজো দিয়ে প্রসাদ খেয়েছিলেন। তারপর রাত থেকেই শুরু হয় আমাশয় ও বমি। সঙ্গে পেট ব্যথা। প্রথমদিকে গুরুত্ব না দিলেও সময় যত এগোয়, ততই শরীর অসুস্থ হতে শুরু করে। তারপর এক-এক করে হাসপাতালে ভর্তি হন প্রায় ৮০ জন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, একটি হাসপাতালের পুরো একটি তল আইসিইউয়ে পরিণত হয়েছে। সমস্ত রোগীরই একই উপসর্গ, আমাশয় ও বমি। ইতিমধ্যে ১ জনের মৃত্যুও হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর হোসকোট এলাকায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, গোটা ঘটনার উপর নজরদারি রাখছে রাজ্যের স্বাস্থ্য দফতরও।

পুলিশ সূত্রে খবর, হোসকোট এলাকায় একটি মন্দিরে শনিবার পুজো দিতে গিয়ে সেখানে প্রসাদ গ্রহণ করেন ভক্তরা। সেই প্রসাদ খাওয়ার পরই সকলের আমাশয় ও বমি হতে শুরু করে বলে অভিযোগ। তারপর রবিবার দুপুর থেকে হোসকোটের হাসপাতালে রোগীর ভিড় বাড়তে শুরু করে। মন্দিরের প্রসাদে বিষক্রিয়ার অভিযোগ উঠেছে। ইতিমধ্যে হাসপাতালে এক মহিলার মৃত্যু হয়েছে। কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে এখনও ৭০ জন হাসপাতালে ভর্তি। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

এক পুলিশ আধিকারিক জানান, অসুস্থদের মধ্যে মন্দিরে প্রসাদ গ্রহণ করেননি এরকমও কয়েকজন রয়েছেন। সকলের একই উপসর্গ, আমাশয় ও বমি। ফলে মন্দিরে প্রসাদেই বিষক্রিয়া হয়েছিল নাকি অন্য কোনও কারণ রয়েছে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। এই ঘটনায় কেউ এখনও থানায় অভিযোগ দায়েরও করেনি। হাসপাতালে ভর্তি রোগীদের বয়ানের ভিত্তিতে গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। শীঘ্রই এই ঘটনায় মামলা দায়ের হবে এবং যথোপযুক্ত পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন তিনি।

Next Article