Crime: হায় রে মানবতা! রাস্তায় পড়ে থ্যাঁতলানো মাথা, মহিলার শরীর থেকে ছেঁড়া হাত-পা, কেউ খবরই দিল না পুলিশে

ঈপ্সা চ্যাটার্জী |

Mar 04, 2024 | 6:42 AM

Accident: প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই মহিলা হয়তো আশেপাশের কোনও এলাকার বাসিন্দা। এক্সপ্রেসওয়ে ধরে হাঁটতে গিয়ে বা পারাপার করতে গিয়ে কোনও গাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হয়। তবে দুঃখজনক বিষয় হল, ওই মহিলাকে পড়ে থাকতে দেখেও কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেননি।

Crime: হায় রে মানবতা! রাস্তায় পড়ে থ্যাঁতলানো মাথা, মহিলার শরীর থেকে ছেঁড়া হাত-পা, কেউ খবরই দিল না পুলিশে
প্রতীকী চিত্র
Image Credit source: Twitter

Follow Us

লখনউ: রাস্তার এক পাশে পড়ে কাটা হাত, অন্যদিকে পা! গোটা রাস্তা জুড়েই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেহে নানা টুকরো। বড় রাস্তা বা হাইওয়েতে দ্রুতগতিতে আসা গাড়ির ধাক্কায় কুকুর-বিড়ালের এমন পরিণতি হতে দেখা যায় প্রায় সময়ই। কিন্তু মানুষের দেহ এভাবে পড়ে? এমনটাই ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী রইল আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ে দিয়ে যাতায়াতকারীরা। ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় এভাবেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে রইল মহিলার দেহ। দাঁড়াল না একটা গাড়িও!

পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং দেহ উদ্ধার করে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের উপরে এক মহিলার দেহ পড়ে ছিল। মৃত মহিলার বয়স জানা যায়নি। কীভাবে এক্সপ্রেসওয়ের মাঝখানে দেহটি এল, তাও জানা যায়নি।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই মহিলা হয়তো আশেপাশের কোনও এলাকার বাসিন্দা। এক্সপ্রেসওয়ে ধরে হাঁটতে গিয়ে বা পারাপার করতে গিয়ে কোনও গাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হয়। তবে দুঃখজনক বিষয় হল, ওই মহিলাকে পড়ে থাকতে দেখেও কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেননি। বরং অনেক গাড়ি তাঁর দেহের উপর দিয়ে চলে গিয়েছে, যার কারণে দেহটি ছিন্নভিন্ন হয়ে রাস্তায় লেগেছিল। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা মৃতদেহের ওই দৃশ্যও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে।

পুলিশের দাবি, কমপক্ষে শতাধিক গাড়ি মৃতদেহের পাশ দিয়ে গিয়েছে, কিছু গাড়ি তো দেহ চাপাও দিয়েছে, কিন্তু কেউই গাড়ি দাঁড় করিয়ে সাহায্য বা পুলিশে খবর দেয়নি। পরে পথচলতি এক ব্যক্তিই পুলিশে খবর দেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়।  ঘটনার অভিযোগও দায়ের করা হয়েছে।

Next Article