Harsh Vardhan Quits BJP: ‘আমার ক্লিনিক অপেক্ষা করছে’, প্রার্থী তালিকা ঘোষণার পর বিজেপি ছাড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীও

ঈপ্সা চ্যাটার্জী |

Mar 04, 2024 | 7:12 AM

Lok Sabha Election 2024: শনিবারই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি। তাতে ১৯৫ জনের নাম থাকলেও, ছিল না ডঃ হর্ষ বর্ধনের নাম। আর এর পরদিনই বিজেপি ছাড়ার ঘোষণা করলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। এক্স হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্ট করে তিনি জানান, তিন দশকের রাজনীতির কেরিয়ারকে বিদায় জানিয়ে ফের শিকড়ে ফিরতে চান।

Harsh Vardhan Quits BJP: আমার ক্লিনিক অপেক্ষা করছে, প্রার্থী তালিকা ঘোষণার পর বিজেপি ছাড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীও
ডঃ হর্ষ বর্ধন।
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। একদিকে প্রার্থী তালিকা প্রকাশ, দেওয়াল লিখন শুরু হয়েছে, অন্যদিকে চলছে মান-অভিমানের পালা। প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশের আগে ও পরে -একে একে দল ছাড়ছেন বেশ কয়েকজন বিজেপি নেতা। এবার সেই তালিকায় নাম লেখালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ হর্ষ বর্ধন। তিন দশকের দীর্ঘ রাজনীতির জীবনকে বিদায় জানালেন।

শনিবারই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি। তাতে ১৯৫ জনের নাম থাকলেও, ছিল না ডঃ হর্ষ বর্ধনের নাম। আর এর পরদিনই বিজেপি ছাড়ার ঘোষণা করলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। এক্স হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্ট করে তিনি জানান, তিন দশকের রাজনীতির কেরিয়ারকে বিদায় জানিয়ে ফের শিকড়ে ফিরতে চান। আবার শুরু করবেন প্রাকটিস। তাঁর অপেক্ষায় রয়েছে ক্লিনিক। তবে রাজনীতি ছাড়লেও, তামাক ও নেশাদ্রব্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন তিনি বলেই জানিয়েছেন। একইসঙ্গে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই এবং কীভাবে নির্ভরশীল জীবনযাপন করা যায়, তা শেখাবেন।

প্রসঙ্গত, ডঃ হর্ষবর্ধন দিল্লির চাঁদনিচকের সাংসদ ছিলেন। এবারে তাঁর জায়গায় প্রার্থী করা হয়েছে প্রবীণ খান্ডেলওয়ালকে। সূত্রের খবর, প্রথম প্রার্থী তালিকায় জায়গা না পাওয়ার ক্ষোভেই বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।

৬৯ বছর বয়সী ডঃ হর্ষবর্ধন তাঁর রাজনৈতিক কেরিয়ার শুরু করেছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের হাত ধরে। আরএসএস নেতৃত্বদের জোড়াজুড়িতেই তিনি রাজনীতিতে পা রাখেন। ৩০ বছরের রাজনৈতিক অধ্যায়ে তিনটি ৫টি বিধানসভা নির্বাচন ও ২টি লোকসভা নির্বাচনে লড়েছেন এবং প্রতিটিতেই জয়ী হয়েছেন। কোভিডকালে দেশের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তিনি। ২০২১ সালের জুলাই মাসে ক্য়াবিনেট পুনর্গঠনের সময় তাঁকে সরিয়ে ডঃ মনসুখ মাণ্ডব্যকে স্বাস্থ্যমন্ত্রী করা হয়।

Next Article