নয়া দিল্লি: শ্বশুড়বাড়িতে স্ত্রীর সঙ্গে থাকত যুবক। তাই প্রতিদিনই ‘খোঁটা’ শুনতে হত শাশুড়ি আর স্ত্রীর থেকে। অশান্তি থেকে মুক্তি পেতে অবশেষে স্ত্রী ও শাশুড়িকে খুন করে বসল সে।
দিল্লির হরিদাসনগরের ঘটনা। জানা গিয়েছে, বছর পঁয়ত্রিশের মহেশ অনেকদিন ধরেই স্ত্রীর সঙ্গে নিজের শ্বশুড়বাড়িতে থাকত। কিন্তু বিষয়টি একদমই মেনে নিতে পারেনি তাঁর স্ত্রী নিধি ও শাশুড়ি ভিরো। যার জেরে সংসারে অশান্তি লেগেই থাকত। এরপরই শাশুড়ি ও স্ত্রীকে গুলি বসে মহেশ। ঘটনাস্থানেই মৃত্যু হয় দুইজনের।
দুইজনকে গুলি করার পর সোজা থানায় চলে যায় মহেশ। সেখানে গিয়ে স্বীকার করে নেয় সে খুন করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, গতকালই এই রাজ্যে এক খুনের ঘটনা সামনে আসে। জানা গিয়েছে, নিজের বৌদিকে পিটিয়ে খুন করার অভিযোগ করে এক সিভিক ভলেন্টিয়ার । বৌদি মৃত্যুতে অভিযোগ উঠেছে দুই দেওরের বিরুদ্ধে। বাঁশ দিয়ে পিটিয়ে খুন (Murder) করা হয়েছে বলে অভিযোগ। পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমাল পুলিশের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার গাজোল থানার রানীগঞ্জ এলাকায়।
শুক্রবার রাতে রানীগঞ্জে এই ঘটনা ঘটে। মৃত গৃহবধূর নাম সুমিত্রা ঘোষ, বয়স বছর। শুধু গৃহবধূর মৃত্যুই নয়, আক্রান্ত হয়েছেন স্বামী রাজু ঘোষ। অভিযুক্তরা হলেন উজ্জ্বল ঘোষ ও অমিত ঘোষ। উজ্জ্বল ঘোষ গাজোল থানার সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত রয়েছেন। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই জমি জায়গা নিয়ে তাদের মধ্যে পারিবারিক বিবাদ লেগেই রয়েছে।
এই জমি বিবাদ নিয়ে গতকাল রাতে শুরু হয় তিন পরিবারের গন্ডগোল। সেই গন্ডগোলের জেরেই দাদা রাজু ঘোষ ও বৌদি সুমিত্রা ঘোষকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে সিভিক ভলেন্টিয়ার উজ্জ্বল ঘোষ ও তার ভাই অমিত ঘোষের বিরুদ্ধে। আক্রান্তদেরকে তড়িঘড়ি স্থানীয়রা শুক্রবার রাতে চিকিৎসার জন্য নিয়ে যায় গাজোল গ্রামীণ হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হলে দুজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আরও পড়ুন: Bidhannagar: স্কুলের জমি দখল করে নির্মাণকাজ, প্রতিবাদে পথে প্রাক্তনীরা
চিকিৎসা চলাকালীন ভোররাতে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় সুমিত্রা ঘোষের। আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন মৃত গৃহবধূর স্বামী রাজু ঘোষ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এই ঘটনায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার উজ্জ্বল ঘোষ ও অমিত ঘোষের বিরুদ্ধে গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শুধু পারিবারিক বিবাদ নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।
আরও পড়ুন: Murder: আচমকা বাবার মাথায় কোদালের কোপ বসাল ছেলে! বারান্দাজুড়ে রক্তারক্তি কাণ্ড