AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CM Mamata Banerjee: বাংলায় কাজ করে বাইরের দেড় কোটি পরিযায়ী শ্রমিক: মমতা

CM Mamata Banerjee: উত্তরবঙ্গের একাধিক জেলা তো বটেই দক্ষিণবঙ্গের একাধিক জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া মানুষের উপর বিগত কয়েক সপ্তাহে লাগাতার উঠছে নির্যাতনের অভিযোগ। তৃণমূলের অভিযোগ, বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে।

CM Mamata Banerjee: বাংলায় কাজ করে বাইরের দেড় কোটি পরিযায়ী শ্রমিক: মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়
| Edited By: | Updated on: Aug 14, 2025 | 11:09 PM
Share

কলকাতা: বৃহস্পতিবার সন্ধ্যায় বেহালায় প্রাক-স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই ফের একবার শান দিলেন বাঙালি অস্মিতায়। একইসঙ্গে ফের একবার গর্জে উঠলেন বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা নিয়ে। চাঁচাছোলা ভাষায় প্রশ্ন ছুঁড়ে দিয়ে বললেন, “আমার বাংলায় কাজ করে বাইরের দেড় কোটি পরিযায়ী শ্রমিক। তাঁদের যদি আমি আশ্রয় দিতে পারি তাহলে তুমি আমাদের লোকের উপর অত্যাচার করবে কেন?” 

উত্তরবঙ্গের একাধিক জেলা তো বটেই দক্ষিণবঙ্গের একাধিক জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া মানুষের উপর বিগত কয়েক সপ্তাহে লাগাতার উঠছে নির্যাতনের অভিযোগ। তৃণমূলের অভিযোগ, বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। থানায় আটকে রেখে চলছে অকথ্য নির্যাতন। পাঠিয়ে দেওয়া হচ্ছে ডিটেনশন ক্যাম্পে। এই ইস্যুতে বিগত কয়েকদিন ধরেই সরগরম বাংলার রাজনৈতিক আঙিনা। তবে অভিযোগ আসা তারপরেও কমেনি। উল্টে কয়েকদিন আগে দিল্লির পুলিশের ‘বাংলা ভাষা’ আর ‘বাংলাদেশি ভাষা’ তরজা কম হয়নি। এমতাবস্থায় বাংলায় কাজ করা ভিন রাজ্যেক পরিযায়ীদের পরিসংখ্যান তুলে সুর চড়াতে দেখা গেল মমতাকে। 

বেহালার অনুষ্ঠান থেকে বললেন, “আমার বাংলায় কাজ করে বাইরের দেড় কোটি পরিযায়ী শ্রমিক। তাঁদের যদি আমি আশ্রয় দিতে পারি তাহলে তুমি আমাদের লোকের উপর অত্যাচার করবে কেন? কী ভেবেছ মগের মুল্লুক? এই স্বাধীনতা আমরা চেয়েছি? এই দেশটাকে আমি চিনি না। আমি চিনি রামকৃষ্ণের দেশ, আমি চিনি নেতাজির দেশ, আমি চিনি বিবেকানন্দের দেশ, আমি চিনি রবীন্দ্রনাথের দেশ, আমি চিনি ক্ষুদিরামের দেশ।”