AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CM Mamata Banerjee: গ্রামাঞ্চলের স্বাস্থ্য পরিষেবায় আরও জোর! ১১০টি ‘ভ্রাম্যমাণ স্বাস্থ্য কেন্দ্রের’ উদ্বোধন হয়ে গেল মমতার হাতে

Mamata Banerjee: এদিন উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গেই মঞ্চে ছিলেন স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাও। এদিন উদ্বোধন হলেও এই ভ্রাম্যমাণ ইউনিটগুলির ভাবনা যে অনেক আগেই শুরু হয়ে গিয়েছিল তাও এদিন স্পষ্টভাবেই জানান মুখ্যসচিব।

CM Mamata Banerjee: গ্রামাঞ্চলের স্বাস্থ্য পরিষেবায় আরও জোর! ১১০টি ‘ভ্রাম্যমাণ স্বাস্থ্য কেন্দ্রের’ উদ্বোধন হয়ে গেল মমতার হাতে
মমতা বন্দ্য়োপাধ্যায় Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Nov 11, 2025 | 8:04 PM
Share

কলকাতা: রাজ্যের স্বাস্থ্যসেবার উন্নতিতে ফের বড় উদ্যোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। মঙ্গলবার স্বাস্থ্য ভবন থেকে উদ্বোধন হয়ে গেল ১১০টি ‘ভ্রাম্যমাণ স্বাস্থ্যকেন্দ্র’ বা মোবাইল ইউনিটের। এক একটি মোবাইল ইউনিটের দাম ৪০ লক্ষ টাকা। এতেই করা সম্ভব ৩৫ রকমের পরীক্ষা। ইউএসজি, প্রসূতি মহিলা এবং তাঁর বাচ্চার পরীক্ষা থেকে শুরু করে এলএফটির মতো পরীক্ষা, চোখের পরীক্ষা, ইএনটি-র পরীক্ষাও এই ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্সেই করা সম্ভব। পাওয়া যাবে আরও নানাবিধ চিকিৎসা পরিষেবা। মূলত গ্রামীণ এলাকাগুলির চিকিৎসা পরিষেবার উন্নতি, আদিবাসী অধ্যুষিত এলাকাগুলির স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নের ক্ষেত্রেই কাজ করবে এই মোবাইল ইউনিটগুলি। যে সমস্ত এলাকায় সর্বাধিক প্রয়োজন রয়েছে সে সব জায়গাতেই পাঠানো হবে বলে আপাত ভাবে স্থির হয়েছে। ঘুরে ঘুরে দেবে চিকিৎসা পরিষেবা।

রোগীর অবস্থা, তাঁর চিকিৎসার প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে দেওয়া হবে সমস্ত রকম স্বাস্থ্য পরিষেবা। কোনও এলাকায় ঘুরতে ঘুরতে রোগীকে যদি অন্যত্র পাঠানোর প্রয়োজন হয় সে ক্ষেত্রে রেফারও করা যাবে এই মোবাইল ইউনিটগুলি থেকেই। প্রয়োজন অনুসারে আলাদা করেই অ্যাম্বুলেন্স ডাকা যাবে এই মোবাইল ইউনিটগুলি থেকেই। 

এদিন উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গেই মঞ্চে ছিলেন স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাও। এদিন উদ্বোধন হলেও এই ভ্রাম্যমাণ ইউনিটগুলির ভাবনা যে অনেক আগেই শুরু হয়ে গিয়েছিল তাও এদিন স্পষ্টভাবেই জানান মুখ্যসচিব। পুরো উদ্যোগের বাস্তবায়নে মুখ্যমন্ত্রীর ভূমিকা ঠিক কতটা তাও এদিন তুলে ধরেন মুখ্যসচিব মনোজ পন্থ। তিনি বলেন, “এই ভ্রাম্যমাণ ইউনিট যখন তৈরির ভাবনা হচ্ছিল তখন মুখ্যমন্ত্রীই ঠিক করেছিলেন যাতে মানুষের কাছে ইউনিটগুলি পৌঁছতে পারে।”