কলকাতা: ব্রিগেড জনগর্জন সভায়, নিরাপত্তার আটসাঁট ছবি। বিশাল সংখ্যক পুলিশ বাহিনীর পাশাপাশি, ব্রিগেড গ্রাউন্ডে প্রবেশ করতে গেলে হচ্ছে সিকিউরিটি চেক। প্রায় ৫৪ টি ব্লক আছে, সেই ব্লকের প্রতিটি এন্ট্রি পয়েন্টে চলছে চেকিং, এছাড়াও মোট ২০ টি গেট আছে ব্রিগেডে প্রবেশের জন্য, সেই গেটের সামনেও DFMD গেট। এছাড়াও মেটাল ডিটেক্টরের মাধ্যমে আগত প্রত্যেক কর্মী সমর্থকের চেকিং চলছে। রবিবারের হাই ভোল্টেজ-হাইটেক সভায় নিরাপত্তাও চোখে পড়ার মতো।
ব্রিগেড সমাবেশের জন্য প্রস্তুত রয়েছে ১৬০০ পুলিশ। সূত্রের খবর, মাঠে থাকছেন ৩০০ অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা অফিসার। থাকছেন ইনস্পেকটর, সাব-ইনস্পেকটররাও। বিগ্রেড সভা স্থলের আশপাশে ৩ জন যুগ্ম কমিশনার ও ২১ জন ডেপুটি কমিশনার পদমর্যাদা অফিসার থাকছেন বলেও খবর। অন্যদিকে আপতকালীন অবস্থার জন্য থাকছে থাকছে QRT, ১১ অ্যাম্বুলেন্স। থাকছেন দমকলের ৪টি ইঞ্জিন।
প্রসঙ্গত, এদিন ফের ব্রিগেডের মঞ্চ থেকে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে সুর চড়াতে চলেছেন তৃণমূল নেতারা। সকাল থেকে শুরু হয়েছে প্রচার। একদিকে কেন্দ্রীয় বঞ্চনার হিসাব, অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকার কি কি জনহিতকর কাজ করেছে, সেই বিষয়টির লিফলেট আকারে তৈরি করে সমাবেশে আসা প্রত্যেক কর্মীদের হাতে ধরিয়ে দিচ্ছে তৃণমূলের স্বেচ্ছাসেবকরা। এর মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে যাতে একেবারে নিজেদের মনের মধ্যে গেঁথে নিতে পারেন তৃণমূল কর্মীরা সেই কারণেই যাবতীয় তথ্য লিফলেট থাকছে। অন্যদিকে শহরের নানা প্রান্ত থেকে এদিন ২৯টি মিছিল আসার কথা ব্রিগেডে। হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন, হাজরা স্টেশন, ইনডোর স্টেডিয়াম, শ্যামবাজার সহ বিভিন্ন জায়গায় থেকে বড় মিছিল আসার কথা।