Diamond Harbour: ডায়মন্ড-হারবারে চিকিৎসকের আত্মহত্যায় তৃণমূল যোগ? বিজেপি পাচ্ছে ‘গন্ধ’

Shuvendu Halder | Edited By: জয়দীপ দাস

Mar 10, 2024 | 10:14 AM

Diamond Harbour: যাদের ওপর মানুষকে রক্ষা করার দায়িত্ব তারা কেন বারবার মানুষের সমস্যার কারণ হয়ে উঠছেন? সোজা কথায়, ডায়মন্ড হারবারে প্রতারণার ব্যবসায় জড়িয়ে পড়ছেন রক্ষকরাও! তাই ক্রমশ স্পষ্ট হচ্ছে পুলিশি তদন্তে।

Diamond Harbour: ডায়মন্ড-হারবারে চিকিৎসকের আত্মহত্যায় তৃণমূল যোগ? বিজেপি পাচ্ছে ‘গন্ধ’
বামদিকে বিজেপি নেতা মহাব্রত দাস
Image Credit source: TV-9 Bangla

Follow Us

কলকাতা: সন্দেশখালি, লোকসভা ভোট, রাজনৈতিক বিভিন্ন খবরে নিয়ে ব্যস্ত সবাই। কিন্তু তার মাঝে গত রবিবার রাতে ডায়মন্ড হারবারে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। কল্যাণাশিস ঘোষ নামে এক চিকিত্‍সকের আত্মহত্যা ঘিরে শোরগোল। এলাকায় চিকিত্‍সক হিসেবে বেশ সুনাম ছিল তাঁর। কী এমন হল যে আত্মহত্যা করতে হল চিকিত্‍সককে। তদন্ত শুরু হল। আর তাতেই বিস্ফোরক সব তথ্য সামনে আসতে শুরু করে। কী হয়েছে? কী ভাবে হয়েছে? 

ঘটনায় নাম জড়িয়ে গেছে দুজন পুলিশ কর্মীর। নাম আছে কলকাতা পুলিশের কনস্টেবল বাকিবিল্লা বোরহানি ও এক মহিলা সাব ইনস্পেক্টরের। একজনকে গ্রেফতার তরা হলেও দ্বিতীয় জনের দিকে তদন্ত এখনও এগোয়নি বলেই খবর। কেন? বিরোধীরা বলছে প্রভাবশালী যোগ। তাদের অভিযোগ যদি সত্যি হয়, তাহলে একটা প্রশ্ন উঠতে বাধ্য। মানুষ সমস্যা নিয়ে কার কাছে যাবেন? যাদের ওপর মানুষকে রক্ষা করার দায়িত্ব তারা কেন বারবার মানুষের সমস্যার কারণ হয়ে উঠছেন? সোজা কথায়, ডায়মন্ড হারবারে প্রতারণার ব্যবসায় জড়িয়ে পড়ছেন রক্ষকরাও! তাই ক্রমশ স্পষ্ট হচ্ছে পুলিশি তদন্তে। 

প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য বলছেন, পুলিশকে এই জন্যই মানুষ সহ্য করতে পারছে না। এক সংখ্যক মানুষকে দেখলে যেভাবে মানুষ বিদ্রুপ করছে, যেভাবে গালিগালাজ দিচ্ছে তাতে আমাদের কষ্ট হয়। পুলিশে এক শ্রেণির কর্মীর মধ্যে বিশৃঙ্খলার কারণেই এমনটা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তাঁদের উপর কোনও লাগাম নেই। আবার এক সংখ্যক পুলিশ এত ভাল কাজ করে যে মানুষ তাঁদের শ্রদ্ধ করে।

তবে বিজেপি আবার এখানে তৃণমূলেরই গন্ধ পাচ্ছে। বিজেপি নেতা মহাব্রত দাস বলছেন, মহিলা সাব-ইন্সপেক্টরকে পুলিশ কেন গ্রেফতার করছে না? মনে হচ্ছে এর পিছনে কোনও তৃণমূল নেতার হাত রয়েছে। ওকে গ্রেফতার করলে কোনও তৃণমূল নেতা জড়িয়ে যেতে পারে। আইএসএফ নেতা শাহদত শাহ বলছেন, এটা একটা চক্র। তাঁরাই এই পুরো ঘটনাটা ঘটিয়েছে।