TMC’s Brigade: ডিম ভাত তো আছেই, পেতে পারেন ফ্রুট স্যালাডও, ব্রিগেডের মেনু কী আজ?

Aritra Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 10, 2024 | 10:37 AM

Brigade TMC: জানা গিয়েছে, তৃণমূল কর্মীদের জন্য ডিম-ভাতের আয়োজন করা হয়েছে। তার দাম ৫০ টাকা। দেদার বিকোচ্ছে সেই 'ডিম্ভাত'। অন্যদিকে রয়েছে, ফলের স্যালাড, পরোটা। দেখা যাচ্ছে তৃণমূল কর্মীরা মজে গিয়েছেন খাওয়া-দাওয়াতে। আর ভর-পেট খাওয়ার পর গাছের তলায় কেউ কেউ জিরিয়েও নিচ্ছেন।

TMC’s Brigade: ডিম ভাত তো আছেই, পেতে পারেন ফ্রুট স্যালাডও, ব্রিগেডের মেনু কী আজ?
ময়দানের চেহারা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: রবিবার তৃণমূলের ব্রিগেড। দূর-দূরান্ত থেকে শনিবারই চলে এসেছেন একাংশ তৃণমূল কর্মীরা। সভা শুরু ১১টা থেকে। ইতিমধ্যেই অনেক কর্মী-সমর্থকরা ব্রিগেডের প্যারেড ময়দানে চলে এসেছেন নেত্রীর বার্তা শুনতে। তবে এখনই তাঁরা সভাস্থলে কাছে যাচ্ছেন না। কিছুটা দূরে কেউ গাছের তলায় জিরিয়ে নিচ্ছেন। কেউ শুয়ে রয়েছেন। কার্যত বলাই চলে পিকনিকের মেজাজ ময়দানে।

জানা গিয়েছে, তৃণমূল কর্মীদের জন্য ডিম-ভাতের আয়োজন করা হয়েছে। তার দাম ৫০ টাকা। দেদার বিকোচ্ছে সেই ‘ডিম্ভাত’। অন্যদিকে রয়েছে, ফলের স্যালাড, পরোটা। দেখা যাচ্ছে তৃণমূল কর্মীরা মজে গিয়েছেন খাওয়া-দাওয়াতে। আর ভর-পেট খাওয়ার পর গাছের তলায় কেউ কেউ জিরিয়েও নিচ্ছেন।

উল্লেখ্য, গতকাল ‘প্রি-ব্রিগেড’ পর্বে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল দলের তরফে। উত্তরবঙ্গ থেকে যে সকল তৃণমূল কর্মীরা কলকাতায় এসেছেন, তাঁদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছিল ইকোপার্কে। এছাড়াও মেনুতে ছিল ডিম,ভাত, সবজি ইত্যাদি-ইত্যাদি। প্রসঙ্গত, প্রতিবছরই একুশে জুলাই তৃণমূল শহিদের স্মরণে সমাবেশ করে থাকে। বরাবরই দেখা যায় দল তাঁদের কর্মীদের থাকার যেমন ব্যবস্থা করে থাকে, তেমনই খাওয়ার ব্যবস্থাও করে। সমাবেশের অন্যতম আকর্ষণীয় মেনু থাকে এই ডিম-ভাত। এবার ব্রিগেড সমাবেশেও তার ব্যতিক্রম চোখে পড়ল না।