Fraud Case: ৩২ কোটি টাকা নিয়ে ফেরত দেননি, হাতে নাতে দুজনকে গ্রেফতার করল পুলিশ

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 05, 2022 | 8:05 AM

Fraud Case: শেয়ার মার্কেটে টাকা খাটানোর নাম করে প্রতারণা করা হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ ওই দুজনকে টাকা দিয়েছিলেন বলে জানা গিয়েছে।

Fraud Case: ৩২ কোটি টাকা নিয়ে ফেরত দেননি, হাতে নাতে দুজনকে গ্রেফতার করল পুলিশ
প্রতারণার অভিযোগে গ্রেফতার ২

Follow Us

কলকাতা : আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার ২। স্বর্ণেন্দু জানা ও সুদীপ্ত জানা নামে দুজনকে গ্রেফতার করেছে বিধাননগর পুলিশ। ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়। অভিযোগ, শেয়ার মার্কেটে টাকা খাটানোর নাম করে প্রতারণা করা হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ ওই দুজনকে টাকা দিয়েছিলেন বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে প্রায় ৫০ জন এজেন্টের মাধ্যমে টাকা নেওয়া হত। তাঁদের কাছে প্রায় ২০০০ জন টাকা জমা দিয়েছিলেন বলে অভিযোগ। এক বছর কোনও টাকা ফেরত পাননি বলে অভিযোগে জানিয়েছেন তাঁরা। অবশেষে শুক্রবার সবাই ওই দুজনের অফিসে গিয়ে টাকা ফেরত চায়। টাকা না পাওয়ায় রাসবিহারী থানার পুলিশকে খবর দেওয়া হয়। এরপর পুলিশ দুজনকে আটক করে তুলে দেয় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশের হাতে।

রাকেশ সিং নামে এক অভিযোগকারী জানান, অনেক দিন থেকে টাকা চাইছিলেন তাঁরা। দেব দেব করলেও টাকা দেননি কাউকেই। তাঁদের দাবি, বছর খানেক হয়ে গেলেও কোনও টাকা ফেরত পাননি তাঁরা। তাঁদের বলা হয়েছিল, শেয়ার মার্কেটে খাটিয়ে অধিক টাকা ফেরত দেওয়া হবে তাঁদের।

শহর জুড়ে নানা ধরনের প্রতারণা চক্র গজিয়ে উঠেছে এভাবে। কয়েকদিন আগে বিদেশে কাজ দেওয়ার নামে প্রতারণার অভিযোগ ওঠে। কসবায় একটি অফিস খুলে সেই প্রতারণা চক্র চালানো হচ্ছিল। অনেককে বিদেশে যাওয়ার বিমানের টিকিটও দেওয়া হয়েছিল, নেওয়া হয়েছিল আধার কার্ড, প্যান কার্ড। সেই টিকিট নিয়ে বিমানবন্দরে গিয়েই তাঁরা বুঝতে পারেন প্রতারণা করা হয়েছে তাঁদের সঙ্গে।

Next Article