কলকাতা: আমতলায় বিজয়া সম্মিলনীতে গিয়ে মানবিক মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) । বিষ্ণুপুরের আমতলায় শুক্রবার ছিল তৃণমূলের বিজয়া সম্মিলনী। মূলত ডায়মন্ড হারবারের সাতটি বিধানসভা কেন্দ্রের নেতা-কর্মীদের নিয়ে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছিল। সেখানে ছিলেন এলাকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমতলার পার্টি অফিস অভিষেক এসেছেন শুনে, বাইরে জনতার ভিড়। বাঁশের ব্যারিকেডের দু’ধারে বুড়ো-বাচ্চা সকলেই আছে। অভিষেক পার্টি অফিস থেকে বেরোনোর সময় খেয়াল করেন ভিড়ের মধ্যে একটি বাচ্চা দাঁড়িয়ে। তাঁর চোখের চশমাটা অন্যরকম। বাঁদিকের একটা কাচ যেন ঘষা মতো।
তা দেখে থমকে দাঁড়ান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাচ্চাটির মাথায় হাত বুলিয়ে প্রশ্ন করেন, এরকম চশমা কেন তার চোখে? উত্তরে বাচ্চা মেয়েটি জানায় তার চোখের সমস্যার কথা। মেয়েটি জানায়, তার সমস্যা ডান চোখে। কিন্তু ডাক্তার বলেছেন চশমার বাঁ দিকের কাচটা এমনভাবে বন্ধ রাখতে যাতে বাঁ চোখে কিছু না দেখতে পায়।
#WatchNow: তৃণমূলের বিজয়া সম্মিলনীতে গিয়ে চোখের সমস্যা থাকা এক নাবালিকাকে চিকিৎসার আশ্বাস দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
WATCH LIVE: https://t.co/gXqO63jjzL@abhishekaitc pic.twitter.com/X3J1qx4x8M
— TV9 Bangla (@Tv9_Bangla) November 4, 2022
অভিষেক এ কথা শুনে অবাক হয়ে যান। জানতে চান এরকম বলার পিছনে যুক্তি কী? বাচ্চাটির এক আত্মীয় জানান, ডাক্তার বলেছেন যে চোখে সমস্যা সেই চোখ দিয়েই শুধু দেখতে। তা হলে চোখ ভাল হয়ে যাবে। অভিষেক শুনে কিছুটা অবাকই হয়ে যান। জানতে চান কোথায় চিকিৎসা চলছে। এরপরই বাচ্চাটির নাম, ফোন নম্বর নোট করে নিতে বলেন সঙ্গে থাকা রক্ষীকে। বাচ্চাটির আত্মীয়কে জানিয়ে দেন তাঁকে ফোন করে নেওয়া হবে সাংসদের অফিস থেকে। চিকিৎসার ব্যবস্থা করা হবে। এরপরই সেখান থেকে বেরিয়ে যান সাংসদ। সাংসদের এমন ভূমিকা দেখে খুশি উপস্থিত সকলে। প্রসঙ্গত, এর আগেও এক সদ্যোজাত শিশুর চিকিৎসার ভার নিয়েছিলেন অভিষেক।