Local Train Cancellation: শনিবার-রবিবার বাতিল ৪০টি লোকাল, কোন কোন লাইনে বাতিল দেখে নিন একনজরে

Sayanta Bhattacharya | Edited By: জয়দীপ দাস

Sep 13, 2024 | 5:54 PM

Local Train Cancellation: শনি ও রবিবার মিলিয়ে মোট ৪০টি লোকাল বাতিল থাকবে বলে পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে। ১৪ তারিখ শনিবার বাতিল থাকছে বনগাঁ-শিয়ালদহ ডাউন 33856, 33860 আপ 33861, 33863 হাসনাবাদ-শিয়ালদহ ডাউন 33538 আপ 33533।

Local Train Cancellation: শনিবার-রবিবার বাতিল ৪০টি লোকাল, কোন কোন লাইনে বাতিল দেখে নিন একনজরে
প্রতীকী ছবি
Image Credit source: Getty Images

Follow Us

কলকাতা: নিম্নচাপের বৃষ্টিতে ভোগান্তি চলছেই, তারমধ্যেই এবার একগুচ্ছ ট্রেন বাতিল শিয়ালদহ শাখায়। মধ্যমগ্রাম ও বিরাটি স্টেশনে মধ্যে ব্রিজের কাজ হবে। সে কারণেই বনগাঁ, হাসনাবাদ, দত্তপুকুর, মাঝেরহাট, হাবড়া, বারাসত থেকে শিয়ালদহগামী একাধিক ট্রেন বাতিল থাকছে। শনি ও রবিবার মিলিয়ে মোট ৪০টি লোকাল বাতিল থাকবে বলে পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে। ১৪ তারিখ শনিবার বাতিল থাকছে বনগাঁ-শিয়ালদহ ডাউন 33856, 33860 আপ 33861, 33863 লোকাল। বাতিল থাকছে হাসনাবাদ-শিয়ালদহ ডাউন 33538 আপ 33533 লোকাল।

১৫ তারিখ বাতিল থাকছে

হাসনাবাদ-শিয়ালদহ: ডাউন 33512, 33514 আপ 33511, 33517

বনগাঁ-শিয়ালদহ: ডাউন 33812, 33814, 33818, 33820 আপ 33811, 33813, 33815, 33817

দত্তপুকুর-শিয়ালদহ: ডাউন 33612, 33618 আপ 33613

লক্ষ্মীকান্তপুর-নামখানা: ডাউন 34924 আপ 34923

মাঝেরহাট-লক্ষ্মীকান্তপুর: ডাউন 30712 আপ 30711

বনগাঁ-মাজেরহাট: ডাউন 30342

হাবড়া-শিয়ালদহ: ডাউন 33652 আপ 33651

বিবিডি বাগ-কৃষ্ণনগর সিটি: আপ 30145

মাঝেরহাট-মধ্যমগ্রাম: ইউপি 30357ডাউন 30358

মাঝেরহাট-বারাসাত: ইউপি 30351

বারাসত-বনগাঁ: ইউপি 33361

বারাসাত – শিয়ালদহ: ডাউন 33432, 33434 আপ 33431, 33435, 33439

বারাসত- দত্তপুকুর: ইউপি 33357

দত্তপুকুর- শিয়ালদহ: ডাউন 33616

এছড়াও বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষেপিতও করা হচ্ছে। অন্যদিকে সন্ডালিয়া স্টেশনে ওভার ব্রিজের কাজের জন্যও কিছু ট্রেন বাতিল থাকছে। ১৪ তারিখ বাতিল থাকছে আপ 33533/ ডাউন 33538 হাসনাবাদ লোকাল। বাতিল থাকছে আপ 33323,33325/ ডাউন 33318,33320 বারাসত-হাসনাবাদ লোকাল। ১৫ তারিখ ডাউন শিয়ালদহ – হাসনাবাদ 33512, 33514, আপ 33513,33517 লোকাল বাতিল থাকছে। বাতিল থাকছে আপ বারাসাত – হাসনাবাদ 33311,33313, ডাউন 33312,33314 লোকাল। 

Next Article