কলকাতা: ফের বাতিল! ফের ফিরছে ভোগান্তির ছবি! এবার তালিকা আরও লম্বা। ২৩ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত শিয়ালদহ শাখায় বাতিল থাকছে একগুচ্ছ লোকাল ট্রেন। বাতিল থাকছে বেশ কিছু দূরপাল্লার ট্রেনও। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি দিয়ে ট্রেন বাতিলের ঘোষণা করেছে পূর্ব রেল। রেল বলছে দমদম-ডানকুনি লাইনে বালিঘাট ও বালি হল্ট স্টেশনের মধ্যে রেলের ওভারব্রিজে মেরামতির কাজ হবে। সে কারণেই ওই শাখায় ২৩ তারিখ রাত ১২টা থেকে ২৭ জানুয়ারি ভোর ৪টে পর্যন্ত ১০০ ঘণ্টা পাওয়ার ব্লক করা হবে।
বৃহস্পতিবার ২৩ তারিখ থেকে রবিবার ২৬ তারিখ পর্যন্ত বাতিলের থাকছে সবথেকে বেশি সংখ্যক লোকাল ট্রেন। বাতিল থাকছে…
শিলালদহ-ডানকুনি: আপ 32211, 32213, 32215, 32217, 32219, 32221, 32223, 32225, 32227, 32229, 32231, 32233, 32233,3223,3223,3235 32241, 32243, 32245, 32247, 32249, ডাউন 32212, 32214, 32216, 32218, 32220, 32222, 32224, 32226, 3223, 3223, 32234, 32236, 32238, 32240, 32242, 32246, 32248, 32250, 32252
শিয়ালদহ-বারুইপাড়া: আপ 32411, 32413, ডাউন 32412, 32414
শিয়ালদহ-কল্যাণী সীমান্ত: আপ 31317, 31333, 31339, ডাউন 31318, 31332, 31338
শিয়ালদহ-মধ্যমগ্রাম: আপ 33421, ডাউন 33422
শিয়ালদহ-বর্ধমান: আপ 31151, ডাউন 31152
শিয়ালদহ-দমদম ক্যান্টনমেন্ট: আপ 33411, ডাউন 33412
শিয়ালদহ-দত্তপুকুর: আপ 33621, ডাউন 33628
নৈহাটি-ব্যান্ডেল: আপ 37535, 37537, 37545, 37529, 37521, 37523, 37555, 37557, ডাউন 37538, 37540, 37548, 375352, 3753522, 37556, 37558
২৭ তারিখ সোমবার বাতিল থাকছে আপ 32211, 32213 শিলালদহ-ডানকুনি। বাতিল থাকছে ডাউন 32212, 32214 ডানকুনি-শিয়ালদহ লোকাল। বাতিল থাকছে দূরপাল্লার ৮২টি এক্সপ্রেস ট্রেন। পাশাপাশি দমদম-নৈহাটি দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে কিছু দূরপাল্লার ট্রেনকে। একইসঙ্গে বেশ কিছু দূরপাল্লার ট্রেন আবার শিয়ালদহের বদলে হাওড়া থেকে ছাড়বে।একইসঙ্গে বেশ কিছু দূরপাল্লার ট্রেনের শিয়ালদহ শাখায় নৈহাটিতে স্টপেজ দেওয়ার কথা ছিল। কিন্তু, তার বদলে সেগুলি দাঁড়াবে হাওড়া ডিভিশিনের কামারকুন্ডুতে।