SIR in Bengal: ৮ জন বিএলও-কে শোকজ কমিশনের! তালিকায় ৮ এজেন্টও
BLO-BLA: বাড়িতে বাড়িতে গিয়ে এসআইআর ফর্ম দেওয়ার বদলে স্কুল, পার্টি অফিস থেকে ফর্ম দেওয়ার অভিযোগেই এই শোকজ বলে জানা যাচ্ছে। কোচবিহার, উত্তর ২৪ পরগনার মতো জেলার বিএলও-রা রয়েছেন শোকজের তালিকায়।

কলকাতা: কমিশন যে নড়েচড়ে বসেছে সেই বার্তা আগেই পাওয়া গিয়েছিল। কখনও বাসস্ট্য়ান্ড বা কখনও রাস্তার ধারের চায়ের দোকান থেকে বিলি করা হচ্ছিল এনুমারেশন ফর্ম, এরকমই গুচ্ছ গুচ্ছ অভিযোগ আসছিল রাজ্যের নানা প্রান্ত থেকে। বাড়ি বাড়ি গিয়েই দিতে হবে ফর্ম, জেলাশাসকদের কাছে সদ্য ফের একবার কড়া বার্তা পৌঁছে দিয়েছিল কমিশন। তা নিয়ে চাপানউতোর যখন পুরোদমে তার মধ্যেই অভিযুক্ত বুথ লেভেল অফিসারদের শোকজ করার নির্দেশও দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত শোকজ করল নির্বাচন কমিশন।
বাড়িতে বাড়িতে গিয়ে এসআইআর ফর্ম দেওয়ার বদলে স্কুল, পার্টি অফিস থেকে ফর্ম দেওয়ার অভিযোগেই এই শোকজ বলে জানা যাচ্ছে। কোচবিহার, উত্তর ২৪ পরগনার মতো জেলার বিএলও-রা রয়েছেন শোকজের তালিকায়। আগেই কমিশন জানিয়েছিল নির্দেশ না মানলে শোকজ করা হবে। এবার সেই নির্দেশই কার্যকর করল জেলার ইলেকট্রিরাল রেজিস্ট্রেশন অফিসাররা। শুধু তাই নয়, একইসঙ্গে ৮ জন এজেন্টের বিরুদ্ধেও এফআইআর করল নির্বাচন কমিশন। অভিযোগ বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্টরা জোড় করে মৃতদের নামের ফর্ম দিতে বাধ্য করছেন। এই অভিযোগেই FIR দায়ের করার নির্দেশ দিয়েছিল কমিশন। সূত্রের খবর, অভিযুক্তদের মধ্যে তৃণমূল কংগ্রেসের এজেন্টদের সংখ্যাই বেশি।
এনুমারেশন ফর্ম দেওয়ার প্রক্রিয়া শুরু হতেই রাজনৈতিক মহলে বারবার তৈরি হয়েছে বিতর্ক। কোথাও বিএলও-র সঙ্গে বাড়ি বাড়ি যাওয়ার অভিযোগ রয়েছে তৃণমূল নেতাদের, কোথাও আবার নাম জড়িয়েছে খোদ বিধায়কের। কোথাও আবার বিজেপি তাঁদের বিএলএ-দের ব্রাত্য করার অভিযোগ উঠেছে। তা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল চলেছে পুরোদমে। এদিকে তথ্য বলছে বিএলএ-২ দেওয়ার নিরিখে প্রায় সমানে সমানে টক্কর চলেছে তৃণমূল বিজেপির মধ্যে। পিছিয়ে নেই বিজেপিও। এরইমধ্যে এবার এজেন্টদের শোকজের খবরেও প্রশাসনিক মহলের পাশাপাশি রাজনৈতিক মহলেও চাপানউতোর।
