কলকাতা: ইডি’র ওপর হামলার ঘটনায় শাহজাহান ঘনিষ্ঠ বেশ কয়েকজনকে চিহ্নিত করল সিবিআই। এই সব ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদের জন্য প্রাথমিক ভাবে ৮ জনকে নোটিস ইস্যু করতে চলেছে বলে সিবিআই সূত্রে খবর। এই আটজনের নেতৃত্বে লোক জড়ো করা ও হামলা চালানোর ঘটনা ঘটেছিল। এমনই তথ্য হাতে পেয়েছেন সিবিআইয়ের গোয়েন্দারা। ৫ জানুয়ারি ইডি অফিসাররা শাহজাহানের বাড়িতে পৌঁছনোর পর জিয়াউদ্দিনকে একাধিক বার ফোন করেন শাহজাহান। এই তথ্য়ই জানতে পেরেছেন তদন্তকারীরা।
শুক্রবার সড়বেড়িয়া এলাকায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে আট জন সম্পর্কে তথ্য নিয়েছেন সিবিআইয়ের তদন্তকারীরা অফিসারেরা। এই আটজনই শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ বলে খবর। এরমধ্যে সইফুদ্দিন মূলত শাহজাহানের বিভিন্ন ব্যবসা, ইট ভাটা, ভেড়িতে শ্রমিক যোগানের কাজ করেন। ওই দিন যথেষ্ঠ সক্রিয় ভূমিকায় ছিলেন বলেই তথ্য সিবিআইয়ের হাতে। উঠে আসছে গাড়ি চালক মারুক মীরের কথা। অভিযোগ, শাহজাহানের বাড়িতে ইডি অভিযানের খবর তৎক্ষনাৎ শাহজাহান ঘনিষ্ঠ গ্রামের বেশ কয়েকজনকে পৌঁছে দিয়ে লোক জড়ো করেছিলেন। পুরো ঘটনা পরিচালনা করেছিলেন জিয়াউদ্দিন। এই তথ্য এসেছে সিবিআইয়ের কাছে।
ইতিমধ্যে বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে এই আটজনের উপস্থিতি শনাক্ত করা হয়েছে বলেও সিবিআই সূত্রে খবর। এসব বিষয়ে শাহজাহানকেও দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন গোয়েন্দারা। একদিন আগেই সন্দেশখালিতে হানা দিয়েছিল সিবিআইয়ের টিম। ইডি আধিকারিকদের উপস্থিতিতেই ইডির দেওয়া তালা ভেঙে তল্লাশি চলে শাহজাহানের বাড়িতে। তল্লাশি চলে শাহজাহান ঘনিষ্ঠদের বাড়িতেও।