Topsia Fire Update: পুড়ে ছাই শতাধিক ঝুপড়ি, পুলিশ আসতেই উড়ে এল ইট, ঘটনাস্থলে দমকলের ১৫ ইঞ্জিন! পাল্টা প্রতিরোধে রণক্ষেত্র তপসিয়া

Dec 20, 2024 | 4:45 PM

Topsia Fire Update: খবর পাওয়া মাত্রই শুরুতেই ঘটনাস্থলে ছুটে আগুনের ৮টি ইঞ্জিন। কিন্তু, আগুনের দাপট ঠেকাতে ছুটে আসতে হয় আরও ৭টি ইঞ্জিন। দমকল কর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।

Topsia Fire Update: পুড়ে ছাই শতাধিক ঝুপড়ি, পুলিশ আসতেই উড়ে এল ইট, ঘটনাস্থলে দমকলের ১৫ ইঞ্জিন! পাল্টা প্রতিরোধে রণক্ষেত্র তপসিয়া
ফের ভয়াবহ আগুন কলকাতায়
Image Credit source: TV 9 Bangla

Follow Us

কলকাতা: সময় যত যাচ্ছে ততই আরও বিধ্বংসী চেহারা নিচ্ছে আগুন। এদিন দুপুরে সায়েন্স সিটির কাছে তপসিয়ায় বাইপাসের ধারে আচমকা আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে ভষ্মীভূত হয়ে যায় একের পর এক ঝুপড়ি। পুড়ে ছাই হয়ে যায় বেশ কিছু পাকা বাড়ি, দোকানও। পাশেই রয়েছে শহরের বেশ কিছু বিলাসবহুল বহুতল, রয়েছে অফিস। তাই সেখানে যাতে আগুন ছড়িয়ে না পড়ে  সেদিকে বাড়তি নজর রয়েছে পুলিশের। যদিও ততক্ষণে সব হারিয়ে পথে এসে বসেছেন ঝুপড়ির লোকজন। কান্নার রোল সর্বত্র। 

  1. খবর পাওয়া মাত্রই শুরুতেই ঘটনাস্থলে ছুটে আগুনের ৮টি ইঞ্জিন। কিন্তু, আগুনের দাপট ঠেকাতে ছুটে আসতে হয় আরও ৭টি ইঞ্জিন। দমকল কর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। বিপদ এড়াতে এলাকা পুরোপুরিভাবে খালি করার চেষ্টা করা হচ্ছে।
  2. শেষ পাওয়া আপডেটে জানা যাচ্ছে আগুনের গ্রাসে পড়েছে প্রায় ১০০টির বেশি ঝুপড়ি। যদিও স্থানীয়দের দাবি, সংখ্যাটা আরও বেশি হতে পারে। এদিকে পুলিশ আসতেই আবার পুলিশের উপর ক্ষোভ উগরে দিতে দেখা যায় এলাকার বাসিন্দাদের। দমকল দেরিতে আসাতেও ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। বেশ কিছুক্ষণ বচসাও হয়। শেষে লাঠি উঁচিয়ে বিক্ষুদ্ধদের তাড়াও করতে দেখা যায় পুলিশকে। 
  3. ঘটনাস্থলে এলেন দমকল মন্ত্রী সুজিত বসু, এলেন এলাকার বিধায়কও। সুজিত বসু, জাভেদ খানকে ঘিরেও বিক্ষোভ দেখাতে দেখা যায় স্থানীয়দের। এলাকার মানুষদের দাবি, ইতিমধ্যেই পুড়ে ছাই হয়ে গিয়েছে একশোর বেশি ঝুপড়ি। ক্ষতিপূরণের দাবিও উঠেছে।
  4. এলাকায় একটি খাল রয়েছে। সেই খালের দু’পাশে সার দিয়ে রয়েছে একের পর এক ঝুপড়ি। মোটের উপর বেশ ঘিঞ্জি এলাকা হওয়াতেই সহজে ভিতরে ঢুকতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। তবে আগুন নেভানোর কাজে খালের জলকেই ব্যবহার করা হচ্ছে। 
  5. এই খবরটিও পড়ুন

Next Article