কলকাতা: সময় যত যাচ্ছে ততই আরও বিধ্বংসী চেহারা নিচ্ছে আগুন। এদিন দুপুরে সায়েন্স সিটির কাছে তপসিয়ায় বাইপাসের ধারে আচমকা আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে ভষ্মীভূত হয়ে যায় একের পর এক ঝুপড়ি। পুড়ে ছাই হয়ে যায় বেশ কিছু পাকা বাড়ি, দোকানও। পাশেই রয়েছে শহরের বেশ কিছু বিলাসবহুল বহুতল, রয়েছে অফিস। তাই সেখানে যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেদিকে বাড়তি নজর রয়েছে পুলিশের। যদিও ততক্ষণে সব হারিয়ে পথে এসে বসেছেন ঝুপড়ির লোকজন। কান্নার রোল সর্বত্র।