Howrah Station: বাতিল মেচেদা-পাঁশকুড়া লোকাল সহ একগুচ্ছ ট্রেন, বদলাচ্ছে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ

Sayanta Bhattacharya | Edited By: জয়দীপ দাস

Jan 07, 2024 | 7:04 AM

Howrah Station: নানা কারণে বিগত কয়েক মাসে লাগাতার ট্রেন বাতিল হয়েছে হাওড়া-শিয়ালদের মতো স্টেশনে। লোকালের পাশাপাশি অনেক সময়ই বাতিল হয়েছে দূর পাল্লার ট্রেন। ঘুরপথেও চালানো হয়েছে অনেক ট্রেনকে। এবার ফের ফিরতে চলেছে একই ছবি।

Howrah Station: বাতিল মেচেদা-পাঁশকুড়া লোকাল সহ একগুচ্ছ ট্রেন, বদলাচ্ছে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ
ফাইল চিত্র।
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: নতুন বছরের শুরুতেই ফের ট্রেন বাতিল। কাজ চলবে হাওড়া স্টেশনের ১৫ নম্বর প্ল্যাটফর্মে। সে কারণেই নতুন বছরের তৃতীয় সপ্তাহে একগুচ্ছ লোকাল বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল। প্রসঙ্গত, কখনও রেল ট্র্যাকের রক্ষাণাবেক্ষণ, কখনও ওভারহেডের কাজ তো কখনও সাবওয়ের কাজ, নানা কারণে বিগত কয়েক মাসে লাগাতার ট্রেন বাতিল হয়েছে হাওড়া-শিয়ালদের মতো স্টেশনে। লোকালের পাশাপাশি অনেক সময়ই বাতিল হয়েছে দূর পাল্লার ট্রেন। ঘুরপথেও চালানো হয়েছে অনেক ট্রেনকে। চরমে উঠেছে যাত্রী দুর্ভোগ। এদিকে নতুন বছরের শুরুতেও ছবিটা খুব একটা বদলাচ্ছে না তা স্পষ্ট রেলের বিজ্ঞপ্তিতে। 

সদ্য রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ২১ জানুয়ারি হাওড়ার ওল্ড কমপ্লেক্সে পাওয়ার ব্লক থাকবে। সে কারণেই মেচেদা, পাশকুড়া শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে। 

আপ লাইনে বাতিল থাকছে 

১) 38303 হাওড়া-মেচেদা লোকাল

২) 38421 হাওড়া-পাঁশকুড়া লোকাল

৩) 38425 হাওড়া- পাঁশকুড়া লোকাল

৪) 38435 হাওড়া- পাঁশকুড়া লোকাল

৫) 38441 হাওড়া- পাঁশকুড়া লোকাল

৬) 38317 হাওড়া- পাঁশকুড়া লোকাল

৭) 38449 হাওড়া- পাঁশকুড়া লোকাল

৮) 38451 হাওড়া- পাঁশকুড়া লোকাল

 

ডাউন লাইনে বাতিল থাকছে 

১) 38308 মেচেদা- হাওড়া লোকাল

২) 38312 মেচেদা- হাওড়া লোকাল

৩) 38436 পাঁশকুড়া- হাওড়া লোকাল

৪) 38440 পাঁশকুড়া- হাওড়া লোকাল

৫) 38450 পাঁশকুড়া- হাওড়া লোকাল

৬) 38456 পাঁশকুড়া- হাওড়া লোকাল

 

সাঁতরাগাছি থেকে যাত্রাপথে বদল হচ্ছে যে সব ট্রেনের

১) 38306 মেচেদা- হাওড়া লোকাল

২) 38408 পাঁশকুড়া- হাওড়া লোকাল

৩) 38412 পাঁশকুড়া- হাওড়া লোকাল

৪) 38414 পাঁশকুড়া- হাওড়া লোকাল

৫) 38104 উলুবেড়িয়া- হাওড়া লোকাল

৬) 38808 মেদিনীপুর- হাওড়া ফাস্ট লোকাল

৭) 38418 পাঁশকুড়া- হাওড়া লোকাল

৮) 38422 পাঁশকুড়া- হাওড়া লোকাল

৯) 18034 ঘাটশিলা- হাওড়া মেমু এক্সপ্রেস

১০) 38403 হাওড়া- পাঁশকুড়া লোকাল

১১) 38103 হাওড়া-উলুবেড়িয়া লোকাল

১২) 38409 হাওড়া- পাঁশকুড়া লোকাল

১৩) 38105 হাওড়া-উলুবেড়িয়া লোকাল

১৪) 38417 হাওড়া- পাঁশকুড়া লোকাল

প্রসঙ্গত, ওভারহেডের তার ছিড়ে কয়েকদিন আগেই বিপত্তি হয়েছিল এই শাখায়। যার জেরে হাওড়া স্টেশনে ১৩, ১৪ এবং ১৫ নং প্ল্যাটফর্ম থেকে চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। দক্ষিণ পূর্ব রেলের লোকাল ট্রেন চলাচলে বড় সমস্যা তৈরি হয়েছিল। হাওড়া স্টেশনের কাছে রেল ইয়ার্ডের কাছে ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ার কারণেই এই ঘটনা ঘটেছিল। যে কারণে আমতা লোকাল, পাঁশকুড়া লোকাল, খড়্গপুর লোকালের মতো বেশ কিছু ট্রেন বাতিলও হয়েছিল। 

Next Article