SIR প্রক্রিয়ায় নজরদারির জন্য দিল্লিতে কন্ট্রোল রুম কমিশনের, ফোন এলেই ধরতে হবে
Control room at ECI: এসআইআর প্রক্রিয়ার উপর নজরদারির জন্যই যে এই কন্ট্রোল রুম খোলা হয়েছে, সিইও-দের পাঠানো মেইলে তা স্পষ্ট করে দিয়েছে কমিশন। সেখানে বলা হয়েছে, কন্ট্রোল রুমে একটি টিম থাকবে। ওই টিম যে কোনও সময় এসআইআর প্রক্রিয়াতে যুক্ত কর্মীদের ফোন করতে পারে। এসআইআর প্রক্রিয়াতে জেলাশাসকরা ডিইও-র দায়িত্ব পালন করেন। প্রয়োজনে তাঁদেরও ফোন করতে পারে কন্ট্রোল রুমের টিম। মেইলে আরও বলা হয়েছে, কন্ট্রোল রুম থেকে ফোন গেলে, তা ধরতে হবে।

নয়াদিল্লি: পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়া শুরু করেছেন বুথ লেভেল অফিসাররা(বিএলও)। এই পরিস্থিতিতে এসআইআর প্রক্রিয়ার উপর নজরদারি ও সমন্বয়ের জন্য দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে খোলা হল কন্ট্রোল রুম।
১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের কমিশনের তরফে এই নিয়ে মেইল পাঠানো হয়েছে। কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগের জন্য দুটি নম্বর দেওয়া হয়েছে। নম্বর দুটি হল ০১১-২৩০৫২০০২ এবং ০১১-২৩০৫২১১০। যে কোনও প্রয়োজনে এই দুটি নম্বরে যোগাযোগ করা যেতে পারে।
এসআইআর প্রক্রিয়ার উপর নজরদারির জন্যই যে এই কন্ট্রোল রুম খোলা হয়েছে, সিইও-দের পাঠানো মেইলে তা স্পষ্ট করে দিয়েছে কমিশন। সেখানে বলা হয়েছে, কন্ট্রোল রুমে একটি টিম থাকবে। ওই টিম যে কোনও সময় এসআইআর প্রক্রিয়াতে যুক্ত কর্মীদের ফোন করতে পারে। এসআইআর প্রক্রিয়াতে জেলাশাসকরা ডিইও-র দায়িত্ব পালন করেন। প্রয়োজনে তাঁদেরও ফোন করতে পারে কন্ট্রোল রুমের টিম। মেইলে আরও বলা হয়েছে, কন্ট্রোল রুম থেকে ফোন গেলে, তা ধরতে হবে। এবং কোনও তথ্য চাইলে তা নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে হবে।
গত ২৭ অক্টোবর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছিলেন, ভোটার তালিকা স্বচ্ছ করার জন্য এসআইআর করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সেই প্রক্রিয়ায় যাতে কোনও ত্রুটি থাকে, সেজন্য এবার কন্ট্রোল রুম খুলল কমিশন। এমনকি, কন্ট্রোল রুম যে তথ্য চাইবে, তা নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে নির্দেশও দেওয়া হল।
