Councillor Sudarshana Mukherjee: একেবারে বাড়ির ভিতরে, এবার কি নিশানায় কলকাতার আর এক তৃণমূল কাউন্সিলর?

Sayanta Bhattacharya | Edited By: সঞ্জয় পাইকার

Nov 21, 2024 | 9:07 PM

Councillor Sudarshana Mukherjee: ঘটনায় আতঙ্কিত তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়। তিনি বলেন, "আমি খুব ভীত ও আতঙ্কিত। ⁠যিনি এসে গোটা বাড়ি ঘুরছিলেন, তাঁর চেহারাটা খুব হিংস্র। পায়ে ছিল⁠ দামি জুতো। পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখছিলেন।"

Councillor Sudarshana Mukherjee: একেবারে বাড়ির ভিতরে, এবার কি নিশানায় কলকাতার আর এক তৃণমূল কাউন্সিলর?
তৃণমূল কাউন্সিলরের বাড়ির তিনতলায় উঠে পড়ে এই ব্যক্তি

Follow Us

কলকাতা: কসবায় তৃণমূল কাউন্সিলরের উপর হামলার রেশ এখনও কাটেনি। ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর বাড়ির বাইরে হামলা চালানো হয়েছিল। এবার অন্য এক তৃণমূল কাউন্সিলরের একেবারে বাড়িতে ঢুকে পড়ল এক দুষ্কৃতী। বৃহস্পতিবার ৬৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়ের বাড়ির তিনতলায় পৌঁছে গিয়েছিল। ঘটনায় আতঙ্কে কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়। পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।

বালিগঞ্জ প্লেসে বাড়ি সুদর্শনা মুখোপাধ্যায়ের। এদিন তাঁর বাড়ির দরজার লক কোনওভাবে খুলে ভিতরে ঢুকে পড়ে ওই দুষ্কৃতী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুষ্কৃতী প্রথমে একতলায় ঢুকে পড়ে। তারপর বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর পরপর দুই দফায় বাড়ির মধ্যে এসে দোতলা এবং তিন তলায় চলে যায়। সেই সময় তাকে দেখতে পায় বাড়ির পরিচারিকা। খবর যায় গড়িয়াহাট থানায়। পুলিশ ঘটনাস্থলে আসে এবং ওই দুষ্কৃতীকে পাকড়াও করেছে।

ঘটনায় আতঙ্কিত তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়। তিনি বলেন, “আমি খুব ভীত ও আতঙ্কিত। ⁠যিনি এসে গোটা বাড়ি ঘুরছিলেন, তাঁর চেহারাটা খুব হিংস্র। পায়ে ছিল⁠ দামি জুতো। পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখছিলেন।” তিনি জানান, যেসময় ঘটনাটি ঘটেছে, সেইসময় তিনি সাধারণত একা বাড়ি ফেরেন।

এই খবরটিও পড়ুন

কয়েকদিন আগেই ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলা হয়েছিল। বাড়ির বাইরে বসেছিলেন সুশান্ত। তখনই মোটরবাইকে চেপে এসে সামনে থেকে তাঁকে গুলি করার চেষ্টা করে এক যুবক। গুলি না চলায় বরাতজোরে রক্ষা পান ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। এবার আর এক তৃণমূল কাউন্সিলরের একদম বাড়িতে এক দুষ্কৃতী ঢুকে পড়ায় নতুন করে শোরগোল শুরু হয়েছে।

 

Next Article