Monitoring in Govt Hospitals: জেলা হাসপাতালগুলি পরিষেবা নিয়মমাফিক চলছে তো? প্রতি মাসে ঢু মারবে মনিটরিং টিম
Health Department: এবার থেকে প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে জেলা স্বাস্থ্য দফতরের তত্ত্বাবধানে থাকা জেলার হাসপাতালগুলিতে পরিদর্শন করবে বিশেষ মনিটরিং টিম।
কলকাতা: সরকারি হাসপাতালগুলির (Hospitals) স্বাস্থ্য পরিষেবা নিয়মমাফিক চলছে কি না, তা খতিয়ে দেখতে এবার আরও তৎপর রাজ্য স্বাস্থ্য দফতর (Health Department)। চালু করা হচ্ছে জোড়া দাওয়াই। এবার থেকে প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে জেলা স্বাস্থ্য দফতরের তত্ত্বাবধানে থাকা জেলার হাসপাতালগুলিতে পরিদর্শন করবে বিশেষ মনিটরিং টিম। শুধু তাই নয়, এর পাশাপাশি থাকবে সারপ্রাইজ ভিসিটও। রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে আচমকাই হাসপাতালগুলির রোগী পরিষেবা পরিদর্শনে পৌঁছে যাবে পৃথক পৃথক দল। রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়েছে।
স্বাস্থ্য দফতরের তরফে জারি করা ওই নির্দেশিকায় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, নিয়মমাফিক হাসপাতালগুলি পরিদর্শনের জন্য মনিটরিং টিম তৈরি করবেন সংশ্লিষ্ট জেলা বা স্বাস্থ্যজেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকরা। সেই মনিটরিং টিম প্রতি মাসের একটি নির্দিষ্ট দিনে জেলার হাসপাতালগুলিতে পরিদর্শনে যাবেন। মনিটরিং টিমে যাঁরা থাকবেন, তাঁরা পরিদর্শনের পর হাসপাতালের সুপার, নার্সিং সুপার, ডেপুটি সুপার (এনএম) এবং অ্যাসিস্ট্যান্ট সুপার (এনএম) এর সঙ্গে অবশ্যই একটি ব্রিফিং সেশনে বসবেন। পরিদর্শনের পর মনিটরিং টিম তাদের রিপোর্ট শেয়ার করবেন ওই ব্রিফিং সেশনে।
মনিটরিং টিমের পরিদর্শনের পর সেই রিপোর্ট গ্রহণ করবেন সংশ্লিষ্ট জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। তারপর প্রতি মাসের ২০ তারিখের মধ্যে সেই সমস্ত রিপোর্ট হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন ব্র্যাঞ্চকে ই-মেল করে পাঠাবেন মুখ্য স্বাস্থ্য আধিকারিকরা। কোন স্তরের হাসপাতালে কতজনের মনিটরিং টিম পাঠাতে হবে, সেই নিয়েও স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের নির্দেশিকায়। জেলা হাসপাতালগুলিতে পরিদর্শনে যাবেন চারজন আধিকারিক, মহকুমা হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল ও স্টেট জেনারেল হাসপাতালগুলিতে পরিদর্শনে যাবেন তিনজন আধিকারিক।
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের থেকে সব হাসপাতালগুলির রিপোর্ট হাতে পাওয়ার পর স্বাস্থ্য দফতরও জেলাগুলিকে নিয়ে ভার্চুয়ালি বৈঠক করবে। প্রতি মাসের ২৫ তারিখ (ছুটির দিন হলে পরের দিন) এই ভার্চুয়াল পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হবে।