Metro Rail: মেট্রোর ভিতর রহস্যজনকভাবে কালো ক্রস এঁকে দিয়ে গেল কে! দক্ষিণেশ্বর রুটে চাঞ্চল্যকর ঘটনা
Metro Rail: গত ২৭ জুন কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটের মেট্রোতে ওই দৃশ্য দেখা যায়। সেই সময় মেট্রোতে অল্প যাত্রী ছিলেন। কী কারণে তিনি এমন কাজ করলেন, তা স্পষ্ট নয়।

কলকাতা: মেট্রোর ভিতরে দাঁড়িয়ে দরজায় অদ্ভুত দাগ কেটে দিচ্ছেন এক ব্যক্তি। কলকাতা মেট্রোর সিসিটিভি ফুটেজে ধরা পড়ল সেই দৃশ্য। গত জুন মাসে ওই ঘটনা ঘটে। অবশেষে অভিযোগ দায়ের করা হল মেট্রো কর্তৃপক্ষের তরফে। সামনে এসেছে সেই ফুটেজ। সেখানে দেখা যাচ্ছে, নীল শার্ট পরা এক ব্যক্তি ওই দাগ কেটে দিচ্ছেন।
আচমকা দেখা যায় মেট্রের একটি রেকের মধ্যে প্রায় সবকটি গেটে ওই ক্রস চিহ্ন এঁকে দেওয়া হয়েছে। গত ২৭ জুন কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটের মেট্রোতে ওই দৃশ্য দেখা যায়। সেই সময় মেট্রোতে অল্প যাত্রী ছিলেন। কী কারণে তিনি এমন কাজ করলেন, তা স্পষ্ট নয়।
অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট এবং এভাবে দাগ কেটে দেওয়াকে দণ্ডনীয় অপরাধ বলে দাবি করে অভিযোগ দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ ওই ব্যক্তিকে ধরার চেষ্টা করছে।
ওই ব্যক্তির কাঁধে ছিল একটি ব্যাগ। মূলত স্প্রে কালার দিয়ে রঙ করা হয়েছে দরজায়। প্রশ্ন উঠেছে, এক মাস আগে ঘটনাটি ঘটে যাওয়া সত্ত্বেও কেন এখনও মেট্রো কর্তৃপক্ষ ওই ব্যক্তিকে চিহ্নিত করতে পারল না।
