CM Mamata on Police: ‘নিচুতলার পুলিশের একাংশ রাজ্যকে ভালবাসে না, লোকাল পুলিশ সাহায্য করছে না’, ক্ষুব্ধ মমতা

Deeksha Bhuiyan | Edited By: জয়দীপ দাস

Nov 21, 2024 | 8:51 PM

CM Mamata on Police: প্রসঙ্গত, আরজি কর কাণ্ড থেকে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, একাধিক ইস্যুতে রাজ্য পুলিশের উপর লাগাতার আক্রমণ শানিয়ে চলেছে বিরোধীরা। তৃণমূলের সঙ্গে দেওয়া হচ্ছে ‘দলদাস’ তকমা। এমতাবস্থায় এবার মমতা নীচুতলার পুলিশ কর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলায় তা নিয়ে চলছে চর্চা।

CM Mamata on Police: ‘নিচুতলার পুলিশের একাংশ রাজ্যকে ভালবাসে না, লোকাল পুলিশ সাহায্য করছে না’, ক্ষুব্ধ মমতা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Image Credit source: TV 9 Bangla

Follow Us

কলকাতা: এবার পুলিশমন্ত্রীর ‘অনাস্থা’ পুলিশেরই একাংশের বিরুদ্ধে। টাকা খাওয়ার প্রসঙ্গ তুলে করলেন ক্ষোভ প্রকাশ। একইসঙ্গে রাজ্যের ডিজিকে দ্রুত ‘অ্য়াকশন’ নেওয়ারও নির্দেশ। এদিন সাংবাদিক বৈঠকে রাজ্যের একাধিক ইস্যুতে কথা বলার পাশাপাশি পুলিশে ‘সংস্কারের’ পক্ষেও সওয়াল করতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। সাফ বলেন, “রাজীব কিছু জিনিসকে দ্রুত দেখতে হবে। হয়তো তুমি চেষ্টা করো, কিন্তু লোকাল পুলিশ সাহায্য করছে না। সবাইকে বলছি না, একাংশের কথা বলছি।”

এখানেই না থেমে মমতা আরও বলেন, “রাজনৈতিক নেতাদের নামে সবাই বদনাম করে বেশি। ৫ টাকা খেলে ৫০০ টাকা বলে দেয়। কিন্তু রাজনৈতিক নেতারা জনগণের টাকা খাওয়ার দশবার ভাবে। কিন্তু, নিচুতলার কিছু অফিসার, কিছু কর্মী যাঁরা এই সরকারকে ভালবাসে না, পুলিশেরও কিছু লোক টাকা খাচ্ছে।” তোলেন টাকা খেয়ে বালি চুরি, কয়লা চুরি, সিমেন্ট চুরির প্রসঙ্গও। তাঁর এ মন্তব্য নিয়েই এখন রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে চাপানউতোর। 

প্রসঙ্গত, আরজি কর কাণ্ড থেকে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, একাধিক ইস্যুতে রাজ্য পুলিশের উপর লাগাতার আক্রমণ শানিয়ে চলেছে বিরোধীরা। তৃণমূলের সঙ্গে দেওয়া হচ্ছে ‘দলদাস’ তকমা। এমতাবস্থায় এবার মমতা নীচুতলার পুলিশ কর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলায় তা নিয়ে চলছে চর্চা। একইসঙ্গে এদিন সিআইডি-র রিসাফেল করার কথাও বললেন মমতা। সেটাও যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মত ওয়াকিবহাল মহলের। সাফ বলেন, “আমি সিআইডি রিসাফেল করব। পুরোটাই। কমপ্লেন পেলে ক্রশ চেক করো। কিন্তু অভিযোগ সত্যি হলে কড়া ব্যবস্থা নাও। আমি কারও কথাই শুনব না।”   

Next Article