Abhijit Gangopadhyay: ‘একটা জঞ্জাল-জঞ্জালের ভ্যাটে পড়ল’, TMC-তে যেতেই তাপসীকে দুর্নীতিগ্রস্ত বললেন অভিজিৎ

Mar 10, 2025 | 5:47 PM

Abhijit Gangopadhyay and Suvendu Adhikari: এ দিন, তাপসীকে 'জঞ্জালের' সঙ্গে তুলনা করেন অভিজিৎ। টিভি ৯ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, "একটা জঞ্জাল-জঞ্জালের ভ্যাটে পড়ল। ওর সঙ্গে তর্কাতর্কি একটা হয়েছিল। আমি আমার চেম্বার থেকে বের করে দিয়েছি। কোনও দুর্নীতিগ্রস্ত মানুষের লেকচার শুনতে আমি রাজি নই।"

Abhijit Gangopadhyay: একটা জঞ্জাল-জঞ্জালের ভ্যাটে পড়ল, TMC-তে যেতেই তাপসীকে দুর্নীতিগ্রস্ত বললেন অভিজিৎ
তাপসী মণ্ডলকে নিয়ে মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: দ্বন্দ্ব আগেই ছিল। হলদিয়ায় ভারতীয় মজদুর সঙ্ঘের সমাবেশে আমন্ত্রণ পত্র না পাওয়া নিয়ে তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও প্রাক্তন বিজেপি নেত্রী তথা বিধায়ক তাপসী মণ্ডলের ঝামেলা ওঠে চরমে। সোমবার সেই তাপসীই যোগ দিলেন তৃণমূলে। আর তারপরই তাঁর দলবদল নিয়ে বিস্ফোরক প্রতিক্রিয়া দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বাদ যাননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

এ দিন, তাপসীকে ‘জঞ্জালের’ সঙ্গে তুলনা করেন অভিজিৎ। টিভি ৯ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “একটা জঞ্জাল-জঞ্জালের ভ্যাটে পড়ল। ওর সঙ্গে তর্কাতর্কি একটা হয়েছিল। আমি আমার চেম্বার থেকে বের করে দিয়েছি। কোনও দুর্নীতিগ্রস্ত মানুষের লেকচার শুনতে আমি রাজি নই।”

অপরদিকে,বিরোধী দলনেতার দাবি দলবদলুদের যদি তৃণমূল প্রার্থী করে বিধানসভায় তাহলে তাদের দশা লোকসভা নির্বাচনের মতোই হবে। তিনি বলেন,”যেহেতু পশ্চিমবঙ্গ নির্বাচনের বছর, সেই কারণে বিজেপির জাতীয় নেতারা একটি সার্কুলার জারি করেছিলেন। সেই সার্কুলারে বলা হয়, কোনও বিজেপি বিধায়ক জেলা সভাপতি হতে পারবেন না। এই বার্তা পাওয়ার পরের দিনই তিনি তাঁর দেওয়ালে থাকা পদ্মফুল মুছে দিয়েছিলেন। এটা আমাদের কাছে নতুন নয়। জেলা সভাপতির পদ থাকবে না সেই কারণে সুব্রত বক্সির মাধ্যমে কথা বলেছেন উনি। মুকুটমণি, বিশ্বজিৎ দাসদের মতো দলবদলুদের লোকসভায় হারিয়েছিলাম। তেমনই ওকে যদি প্রার্থী করে হলদিয়ার তোলামুলিরাই ওকে বিসর্জন দেবে।”