‘যার মান নেই তাঁর আবার কিসের মানহানি’, শুভেন্দু-অভিষেকের পত্রযুদ্ধ চরমে

ঋদ্ধীশ দত্ত |

Feb 05, 2021 | 11:58 PM

শুরুটা করেছিলেন শুভেন্দু অধিকারী। শেষটা করলেন অভিষেক নিজে। রাজ্যের দুই চর্চিত রাজনীতিবিদের চিঠির পাল্টা চিঠিতে সরগরম রইল শুক্রবার।

যার মান নেই তাঁর আবার কিসের মানহানি, শুভেন্দু-অভিষেকের পত্রযুদ্ধ চরমে
অলংকরণ- অভীক দেবনাথ

Follow Us

কলকাতা: প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) চিঠির জবাব দিয়ে শুরুটা করেছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শেষটা করলেন অভিষেক নিজে। রাজ্যের দুই চর্চিত রাজনীতিবিদের চিঠির পাল্টা চিঠিতে সরগরম রইল শুক্রবার।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসুর পাঠানো চিঠির জবাব এদিন দেন শুভেন্দু অধিকারীর আইনজীবী সৌমেন্দু মুখোপাধ্যায়। যুব তৃণমূল সভাপতিকে ‘অসহিষ্ণু ও দুর্মুখ’ হিসেবে উল্লেখ করা হয় সেখানে। এমনকি, তাঁর ‘শিক্ষার অভাব’ রয়েছে বলেও কটাক্ষ করা হয়। শুধু তাই নয়, অভিষেকের ‘ভুয়ো ডিগ্রি রয়েছে’ এবং তিনি ‘অসহিষ্ণু হওয়ার দরুন নিজেকে একজন নেতা ভাবলেও চুপচাপ দাঁড়িয়ে থেকে একজন মানুষকে প্রায় পিটিয়ে মেরে ফেলা সমর্থন করেছিলেন’ বলেও দাবি করা হয় সেই চিঠিতে।

শুভেন্দুকে দেওয়া চিঠিতে নিজেকে ‘অত্যন্ত সক্ষম’ বলে দাবি করেছিলেন অভিষেক। জবাবি চিঠি প্রাক্তন পরিবহণ মন্ত্রীর খোঁচা, ‘ওই সক্ষমতার জন্যই দলের কর্মীরা তৃণমূল ছেড়ে চলে যাচ্ছেন।’ একই সঙ্গে তিনি আদৌ সক্ষম কিনা তা বিচারের ভার বাংলার জনগণের উপর ছেড়ে দিয়েছেন শুভেন্দু। সব শেষে অভিষেক একজন সাংসদ সেই কথা মনে করিয়ে দিয়ে তার দায়িত্ব কী সেটা তাঁকে অবগত করা হয়েছে। পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির সদস্য হয়েও তিনি ৩৪টা মিটিংয়ে অনুপস্থিত থেকেছেন, সেই অভিযোগও করা হয়েছে।

আরও পড়ুন: ‘ভোট অন অ্যাকাউন্ট’-এ ‘কল্পতরু’ হওয়ার চেষ্টা মমতার, এক নজরে বড় ১০ পয়েন্ট

এই চিঠি পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই জবাব দেন অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু। তিনি শুভেন্দুর আইনজীবীকে উদ্দেশ্য করেন লেখেন, “আপনার মক্কেলের কোনও মানই নেই যে তাঁর মানহানি হবে।” শুভেন্দুর বিরুদ্ধে সারদা ও নারদার অভিযোগ রয়েছে সে কথাও মনে করানো হয়েছে চিঠিতে। এখানেই শেষ নয়, শুভেন্দু ‘ব্যর্থ, প্রতিযোগিতায় অক্ষম’, এই ধরনের একাধিক শ্লেষাত্মক শব্দ ব্যবহার করেছেন অভিষেকের আইনজীবী।

আরও পড়ুন: ভোটের আগে কলকাতার পুলিশ কমিশনার বদল, নতুন নগরপাল সৌমেন মিত্র

Next Article