Abhishek Banerjee: ‘তথ্য দিলেই টুইট করবেন শুভেন্দু’, আদালতে বিস্ফোরক অভিষেকের আইনজীবী

Shrabanti Saha | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 05, 2023 | 5:21 PM

Abhishek Banerjee in High Court: নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় অভিষেককে তলব করেছিল ইডি। সেই হাজিরা এড়িয়ে যান তিনি। এরপরই মামলা করেন ডিভিশন বেঞ্চে। আজ সেই মামলার শুনানি চলাকালীন উঠে আসে অভিযোগ।

Abhishek Banerjee: তথ্য দিলেই টুইট করবেন শুভেন্দু, আদালতে বিস্ফোরক অভিষেকের আইনজীবী
আদালতে অভিষেকের মামলার শুনানিতে উঠল অভিযোগ
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: ইডি-কে যা তথ্য দেওয়া হচ্ছে, সেই তথ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাতে চলে যাচ্ছে! বুধবার দিল্লি থেকে ফিরেই এমন অভিযোগ তোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সেই প্রসঙ্গ তুললেন অভিষেকের আইনজীবী। তথ্যের গোপনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। নিয়োগ দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন অভিষেক। বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে। সেখানেই তথ্যের গোপনীয়তার প্রসঙ্গ উঠে আসে।

অভিষেকের অন্যতম আইনজীবী জিষ্ণু সাহা এদিন আদালতে বিস্ফোরক অভিযোগ করেন। তাঁর অভিযোগ, অভিষেক কবে বিদেশে গিয়েছেন, ইমেল করে ইডি-কে সেই তথ্য পাঠানো হয়েছিল। পরে দেখা গিয়েছে, শুভেন্দু অধিকারী সেই সব তথ্য টুইট করেছেন। আইনজীবী বলেন, ‘আবার যা দেওয়া হবে সেগুলিও শুভেন্দু টুইট করবেন। তাহলে তথ্যের গোপনীয়তা কীভাবে থাকছে?’

আইনজীবীর অভিযোগ শুনেই ইডি-র আইনজীবী সওয়াল করেন, ইডি-র একটা ভাবমূর্তি আছে। এভাবে অভিযোগ আনা ঠিক নয়। তাঁকে থামিয়ে দেন বিচারপতি। ইডি-কে বিচারপতি বলেন, “তথ্যের গোপনীয়তা বজায় রাখতে হবে।”

উল্লেখ্য, দিল্লি থেকে ফিরে বুধবার বিমানবন্দরে দাঁড়িয়ে অভিষেক দাবি করেন, ইডি-কে যে তথ্য দেওয়া হচ্ছে, তা শুভেন্দুর হাতে চলে যাচ্ছে। এই ঘটনার ইডি বা সিবিআই তদন্ত প্রয়োজন বলেও দাবি করেন তিনি।

Next Article