কলকাতা: ভোটের আগে ফের বিনোদন জগতের জনপ্রিয় একাধিক মুখের প্রবেশ ঘটছে শাসকদলে। অভিনেতা সৌরভ দাসের পর এবার টলি অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় (Koushani Mukherjee) ও ইম্পার সেক্রেটারি পিয়া সেনগুপ্ত যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে (TMC)। রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু ও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের উপস্থিতিতে রবিবার ঘাসফুলের পতাকা তুলে নেন টলিপাড়ার এই দুই পরিচিত মুখ। যোগদান পর্ব বাদেও তৃণমূলের এ দিনের সাংবাদিক বৈঠক ছিল বিজেপির উদ্দেশে আক্রমণে পরিপূর্ণ।
তৃণমূলে যোগ দেওয়ার পর অভিনেত্রী কৌশানী বলেন, “এই দলটাকে আমি আদর্শ মনে করি। দিদির সৈনিক হয়ে দাঁড়াক আরও অনেকে। আমি প্রত্যক্ষ রাজনীতিতে কাজ করিনি। কিন্তু কাজ করতে চাই। আমি যেন যোগ্যতা নিয়ে কাজ করতে পারি। কিছু বলার নেই, কিন্তু করার আছে।” অন্যদিকে পিয়া সেনগুপ্তের বক্তব্য, “আজ আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক ও দলের কর্মী হিসেবে দলে যোগ দিলাম। মমতাদিকে দেখেছি ছোট থেকে। আমি দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে লড়াই করেছেন , মানুষের জন্য লড়াই করেছেন। আমি অঙ্গীকারবদ্ধ। দিদির পাশে ছিলাম, আছি, থাকব।”
আরও পড়ুন: মধ্যরাতে প্রতিবেশীর বাড়িতে হাজির তৃণমূল নেতা, তারপরই গণধোলাইয়ের শিকার!
যোগদান পর্ব শেষ হতেই গতকাল ভিক্টোরিয়ায় তৃণমূল সু্প্রিমোকে উদ্দেশ্য করে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়ার ইস্যু উঠে আসে ব্রাত্য ও কুণালের কণ্ঠে। ব্রাত্যকে বলতে শোনা যায়, “এত বড় অসভ্যতা কী করে দেখল বাংলার মানুষ। একটা অনুষ্ঠানে এভাবে স্বাগত জানানো আশা করা যায় না। নেতাজীর সঙ্গে জয় শ্রী রামের কী সম্পর্ক?” অন্যদিকে কুণাল ঘোষ সোজা প্রধানমন্ত্রীকে নিশানায় নিয়ে বলেন, “মোদীজী কিছুই করলেন না। এমনকী মুখ্যমন্ত্রীকে অপমান করার পরেও সেই নিয়ে মুখ খুললেন না। দলীয়ভাবে কেউ যদি রাজনৈতিক স্লোগান দিয়েছে তাতে কোনও আপত্তি হয়নি। কিন্তু সরকারী অনুষ্ঠানে কি এটা করা যায়! এর থেকে বিজেপি বুঝিয়ে দিল দল আর শাসনের কোনও পার্থক্য নেই।”
আরও পড়ুন: এ বার কি ‘নরম’ হবেন নমো? প্রধানমন্ত্রীর মাকে চিঠি লিখলেন অন্নদাতা