Kunal Ghosh on Bikash Ranjan: তিলোত্তমাকাণ্ডে অভিযুক্ত সিভিকের ফাঁসির আদেশ হলে তার হয়ে লড়বেন বিকাশ? বড় প্রশ্ন তুললেন কুণাল

Pradipto Kanti Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 09, 2024 | 9:31 PM

Kunal Ghosh:শনিবার সাংবাদিক বৈঠক করছিলেন তৃণমূল নেতা। সেই সময় ফের তিনি অভিযোগ করেন বাম এবং অতিবামেরা এই আন্দোলনকে চালিত করেছে নিজের নিজের আখের গোছাতে। তাঁরা পুলিশের তদন্ত মানছে না। সিবিআই তদন্ত মানছে না।

Kunal Ghosh on Bikash Ranjan: তিলোত্তমাকাণ্ডে অভিযুক্ত সিভিকের ফাঁসির আদেশ হলে তার হয়ে লড়বেন বিকাশ? বড় প্রশ্ন তুললেন কুণাল
বিকাশকে নিয়ে কী বললেন কুণাল?
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের একাংশকে প্রায় প্রথম থেকেই কটাক্ষ করে এসেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এই আন্দোলনকে বাম এবং অতিবামেরা পরিচালিত করেছে রাজনৈতিক উদ্দেশ্যে বলেও বারবার অভিযোগ করেছেন তিনি। আর এবার কুণালের নয়া সংযোজন, তিলোত্তমার ঘটনায় যদি অভিযুক্ত সিভিক ভলান্টিয়রের ফাঁসির সাজা হয়, তাঁর হয়ে যদি আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য লড়েন তাহলেও তিনি অবাক হবেন না। যদিও, কুণালের বক্তব্য কার্যত হেসে উড়িয়ে দিয়েছেন প্রবীণ সিপিএম নেতা বিকাশ।

হঠাৎ কেন এমন বললেন কুণাল?

শনিবার সাংবাদিক বৈঠক করছিলেন তৃণমূল নেতা। সেই সময় ফের তিনি অভিযোগ করেন বাম এবং অতিবামেরা এই আন্দোলনকে চালিত করেছে নিজের নিজের আখের গোছাতে। তাঁরা পুলিশের তদন্ত মানছে না। সিবিআই তদন্ত মানছে না। আদালতের রায়কেও অস্বীকার করে। কুণাল বলেন, “তাঁরা যাঁদের গায়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে কাদা লাগাতে চাইছেন, তাঁদের নাম তদন্তে না এলেই আমরা সেটা মানব না। এটা কীভাবে হতে পারে?”

তখনই বলতে গিয়ে কুণাল ঘোষ বলেন, “আমরাও তো চাই দোষীর শাস্তি হোক। এই বামপন্থীরা ফাঁসির বিরোধিতা করতে শুরু করেছে। এদের মুখোশ খুলে যাবে। যাঁরা আজ মিছিল করছে, জনতার চার্জশিট দিচ্ছে, এই বাম আর অতিবাম এদের থেকেই আওয়াজ উঠবে মৃত্যুদণ্ড চাই না। এই সিভিকের যদি ফাঁসির সাজা আদালতে হয় তাঁর বিরুদ্ধে উচ্চ-আদালতে যদি সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যকে লড়তে দেখা যায় আমি একটুও অবাক হব না।” প্রসঙ্গত, শনিবার তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে পথে নামে নাগরিক সমাজ। সেখান থেকে ‘জনতার চার্জশিট’ পেশ করা হয়। সেখানে অভিযুক্ত সিভিককে একা এই নৃশংস ঘটনার সঙ্গে যুক্ত মানতে নারাজ তারা। এই বিষয়টিকেই কটাক্ষ করেন তৃণমূল নেতা। যদিও, এ প্রসঙ্গে এখনও পর্যন্ত সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

কুণালের পাল্টা বিকাশ কী বললেন?

টিভি ৯ বাংলা শনিবার যোগাযোগ করে বিকাশবাবুর সঙ্গে। তিনি হাসতে-হাসতে বিষয়টি উড়িয়ে বলেন, “পুরো পাগল। বিকাশ আতঙ্কে ভুগছে ও আর গোটা দল। সব কিছুর পিছনে বিকাশ-বিকাশ দেখছে। পাগলা কুকুরে কামড়ালে যেমন জলাতঙ্কে ভোগেন, তেমনই পুরো দল বিকাশ আতঙ্কে ভুগছে। এরপরে যদি কোনও দিন বলে যে সিবিআই তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাজা হয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে বিকাশ ভট্টাচার্য লড়বেন,তাতে আশ্চর্য হব না।”

 

Next Article