ED Investigation: ২২ ঘণ্টা অতিক্রান্ত, এ জে সি বোস রোডের বহুতলে এখনও তল্লাশিতে ইডি

Abdul Aziz | Edited By: জয়দীপ দাস

Nov 05, 2023 | 7:32 AM

ED Investigation: শনিবার দিনভর বেশ কয়েকটি জায়গায় একযোগে তল্লাশি চালায় এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যে যে ক'টি জায়গা থেকে তদন্তকারীরা বেরিয়ে গিয়েছেন, সেখান থেকে বিভিন্ন নথিপত্র এই অফিসে থাকা তদন্তকারীদের কাছে পাঠানো হয়েছে।

ED Investigation: ২২ ঘণ্টা অতিক্রান্ত, এ জে সি বোস রোডের বহুতলে এখনও তল্লাশিতে ইডি
ফাইল চিত্র
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: গ্রেফতার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, জেলে বাকিবুর রহমান। রেশন দুর্নীতি মামলায় জোরকদমে তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। দিনে দিনে আরও বাড়ছে তদন্তের গতি। শনিবার দিনভর বেশ কয়েকটি জায়গায় একযোগে তল্লাশি চালায় এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যে যে ক’টি জায়গা থেকে তদন্তকারীরা বেরিয়ে গিয়েছেন, সেখান থেকে বিভিন্ন নথিপত্র এই অফিসে থাকা তদন্তকারীদের কাছে পাঠানো হয়েছে। সেগুলির সঙ্গে এই অফিসে থাকা নথিপত্র গুলিকে মিলিয়ে দেখা হচ্ছে বলেই সূত্রের খবর। শনিবারই আচার্য জগদীশ চন্দ্র বসু রোডের একটি বহুতলের ছ’তলায় তল্লাশিতে যান তদন্তকারীরা। 

তারপর থেকে ২২ ঘণ্টা কেটে গেলেও এখনও জোরকদমে চলছে তল্লাশি অভিযান। এখনও বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। এখনও সেখানেই রয়েছেন ইডির তদন্তকারীরা। সূত্রের খবর, এখানেই রয়েছেন সংস্থার মালিক অঙ্কিত চন্দ্র। তাঁকেও অফিসের ভিতরে একাধিক নথিপত্র দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর। ইতিমধ্যে যে ক’টি জায়গা থেকে তদন্তকারীরা বেরিয়ে গিয়েছেন, সেখান থেকে বিভিন্ন নথিপত্র এই অফিসে থাকা তদন্তকারীদের কাছে পাঠানো হয়েছে। সেগুলির সঙ্গে এই অফিসে থাকা নথিপত্র গুলিকে মিলিয়ে দেখা হচ্ছে বলে খবর। 

Next Article