TMC MP Dev: আবারও ঘাটালের প্রার্থী হচ্ছেন দেব: সূত্র

Dev: গত কয়েকদিন বারবার দেবের রাজনৈতিক অবস্থান নিয়ে নানামহলে নানা প্রশ্ন উঠেছে। দেব নিজেও সোশ্যাল মিডিয়ায় একাধিক ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন।

Follow Us:
| Edited By: | Updated on: Feb 11, 2024 | 12:56 AM

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেবের বৈঠক সফল বলেই মত তৃণমূল শিবিরের। তৃণমূল সূত্রের খবর, দেব আবারও ঘাটালের প্রার্থী হতে চলেছেন। ক্যামাক স্ট্রিটে অভিষেকের সঙ্গে বৈঠকের পর কালীঘাটের পথে রওনা দেন দেব। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি দেখা করছেন বলে খবর।

তৃণমূল কংগ্রেসের তরফে বারবারই দাবি করা হয়, দেব তৃণমূলে ছিলেন আছেন এবং থাকবেন। শনিবার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে দেবের বৈঠকের পর, দলের সেই বক্তব্যে সিলমোহর পড়েছে খবর। তৃণমূল সূত্রে খবর, এদিনের বৈঠক সফল হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এদিন ৪৫ মিনিট বৈঠকের পর দেব কালীঘাটে যান।

আরও একধাপ এগিয়ে তৃণমূল সূত্রের খবর, আগামী লোকসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন দেব-ই। অর্থাৎ যা নিয়ে এত জল্পনা চর্চা চলছিল, তা এবার হয়ত থামল। তৃণমূল সূত্রে খবর, দেবের সঙ্গে দলের কখনওই কোনও ভুল বোঝাবুঝি বা মনোমালিন্য ছিল না। দলের কিছু ব্যক্তির সঙ্গে তাঁর মতপার্থক্য থাকতে পারে। সে বিষয়ে এদিনের বৈঠকে আলোচনা হয় বলে খবর। অভিষেক সে সমস্ত বিষয় শুনেছেন বলেই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এমনও সূত্রের খবর, খুব বড় কোনও ঘটনা না হলে ঘাটাল থেকে আবারও প্রার্থী হতে চলেছেন দেব-ই।