Abhishek-Dev: আজই কি চূড়ান্ত কিছু? অভিষেকের অফিসে ঢুকলেন দেব
Abhishek Banerjee-Dev: এদিনের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, গত কয়েকদিন ধরে দেবের বিভিন্ন পদক্ষেপকে সামনে রেখে নানা চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। সোশ্যাল মিডিয়ায় দেবের পোস্ট তাতে ফোড়নের কাজ করেছে। তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে উঠেছে প্রশ্ন।
কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেবের বৈঠকের জল্পনা ছিলই। শনিবার বিকালে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে পৌঁছন তারকা-সাংসদ। সূত্রের খবর, অভিষেকের সঙ্গে ঘাটালের সাংসদের বৈঠক ইতিমধ্য়েই শুরু হয়ে গিয়েছে। এদিনের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, গত কয়েকদিন ধরে দেবের বিভিন্ন পদক্ষেপকে সামনে রেখে নানা চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। সোশ্যাল মিডিয়ায় দেবের পোস্ট তাতে ফোড়নের কাজ করেছে। তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে উঠেছে প্রশ্ন। এই আবহে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে দেব।
সম্প্রতি একটি অডিয়ো ক্লিপ ভাইরাল হয়। যদিও সেই ক্লিপের সত্যতা টিভিনাইন বাংলা যাচাই করেনি। তবে সেখানে দাবি করা হয়, ঘাটালের এমপিল্যাডের থেকে ৩০ শতাংশ কমিশন চাওয়া হয়েছে। এ নিয়ে জোর বিতর্ক শুরু হয়।
চর্চা শুরু হয়, দেব কি রাজনীতি ছেড়ে দেবেন? দেব কি আদৌ এবারও লোকসভা ভোটে দাঁড়াবেন? একইসঙ্গে লোকসভা কক্ষের ভিতরে দাঁড়িয়ে দেবকে বলতে শোনা যায়, ‘আমি থাকি বা না থাকি…’। আবার সোশ্যাল মিডিয়ায় সংসদ কক্ষের ছবি পোস্ট করে লেখেন, ‘আজ আমার শেষ দিন।’ অনেকেই মন্তব্য করেন, বিভিন্ন ঘটনাক্রমে অভিমান করেছেন দেব। এরপরই দেব-অভিষেকের সাক্ষাতের বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।