কলকাতা এয়ারপোর্টে রানওয়ে ধরে এগোচ্ছিল বিমান, হঠাৎ বিকট শব্দ! আত্মারাম খাঁচাছাড়া যাত্রীদের

TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত

Aug 28, 2021 | 5:11 PM

একটু এদিক-ওদিক হলেই বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত।

কলকাতা এয়ারপোর্টে রানওয়ে ধরে এগোচ্ছিল বিমান, হঠাৎ বিকট শব্দ! আত্মারাম খাঁচাছাড়া যাত্রীদের
সোমবার দুপুর ২ টো নাগাদ দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করে বিমানটি। কিন্তু কিছুদূর যাওয়ার পরই বিজনেস ক্লাসের যাত্রীদের ছেঁকে ধরে বিষাক্ত পিঁপড়ে। লাখে লাখে পিঁপড়ে রীতিমতো হানা দেয় যাত্রীদের উপর। অতিষ্ট হয়ে বিমানেই কান্নাকাটি জুড়ে দেন যাত্রীরা। এই অবস্থায় ফিরে আসা ছাড়া কোনও উপায় ছিল না পাইলটদের কাছে।

Follow Us

Next Article