কলকাতা: গতকালই টিকাকরণে নতুন রেকর্ড গড়েছে ভারত। ১ দিনে ১ কোটির বেশি টিকাপ্রদান করার নজির তৈরি হয়েছে দেশে। কিন্তু পশ্চিমবঙ্গের টিকাকরণের ছবিটা যে কে সেই। টিকা দেওয়ার গতিবেগ সামান্য বাড়লেও আহামরি কোনও অগ্রগতি নেই। এর মধ্যে আবার আসছে উৎসবের মরসুম। তবে সূত্র মারফৎ জানা যাচ্ছে, পুজোর আগেই সেই খামতি পূরণ করার জন্য উদ্যোগী হতে পারে কেন্দ্রীয় সরকার। কারণ রাজ্যকে অতিরিক্ত টিকা-রূপে ‘শারদীয়া উপহার’ দেওয়ার কথা ভেবেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। আশা করা হচ্ছে, পুজোর আগেই কমপক্ষে ৫ কোটি ডোজ় টিকাকরণ হয়ে যাবে রাজ্যে।
উৎসবের কথা মাথায় রেখে বাংলায় টিকা পাঠানোর উপর কেন্দ্র যে অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে তা ইতিমধ্যেই স্পষ্ট। অগস্ট মাসে রাজ্যে মোট ৭৩ লক্ষ টিকা পাঠানোর কথা ছিল কেন্দ্রের। কিন্তু সূত্রের খবর, তার বদলে ইতিমধ্যেই রাজ্যে ১ কোটির বেশি টিকার ডোজ় এসে পৌঁছে গিয়েছে। এখানেই শেষ নয়। আগামী মাসে কেন্দ্রের পক্ষ থেকে অন্তত আরও দেড় কোটি টিকা পাঠানো হবে বলে স্বাস্থ্যভবনকে জানিয়ে দিয়েছে দিল্লি। প্রতিশ্রুতি মতো যদি টিকা আসে, তবে পুজোর সপ্তাহে প্রবেশ করার আগেই রাজ্যের টিকাকরণের সংখ্যা ৫ কোটি ছুঁয়ে ফেলতে পারে বলে আশা করছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। ফলে একে কেন্দ্রের ‘শারদীয়া উপহার’ বলেই মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশ।
বিগত কয়েক মাস যাবত কম টিকা সরবরাহ নিয়ে নিরন্তর কেন্দ্র-রাজ্যের মধ্যে যে টানাপড়েন চলেছে, তাতে অবশেষে একটা ইতি পড়তে পারে, এমন আশাও দেখতে শুরু করেছেন অনেকে। কারণ গত জুন-জুলাই মাসেও বেশিরভাগ টিকাকরণ কেন্দ্রের বাইরেই মানুষের থিকথিকে ভিড় ছিল একট চেনা ও নিত্যনতুন দৃশ্য। স্বাস্থ্য ভবন স্পষ্টত জানিয়েছিল, দৈনিক ১০ লক্ষের বেশি টিকা দেওয়ার পরিকাঠামো রাজ্যে রয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকার পর্যাপ্ত পরিমাণ টিকা না পাঠানোর কারণে ঘাটতি মেটানো যাচ্ছে না। বলাই বাহুল্য, শেষ কয়েকদিনে পরিস্থিতি একটু শুধরেছে। তবে সম্পূর্ণরূপে টিকাকরণের পথ মসৃণ করতে আরও ভ্যাকসিন প্রয়োজন হবে, যা সম্ভবত এ বার আসতে চলেছে কেন্দ্রের পক্ষ থেকে।
অন্যদিকে, পশ্চিমবঙ্গের পাশাপাশি বাকি দেশেও টিকাকরণের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। যান সবথেকে বড় নজির গতকালই দেখতে পাওয়া যায়। শুক্রবার ঠিক রাত ১০ টা ১০ বাজার পরই ১ কোটি টিকাকরণের ম্যাজিক ফিগার স্পর্শ করে ভারত। এই কীর্তিকে যারপরনাই খুশি হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি টুইট করে তিনি ধন্যবাদ জানান তাঁদের যারা টিকা নিয়েছেন, এবং যারা টিকা দিয়েছেন। ইতিমধ্যেই ১৮ উর্ধ্ব যত সংখ্যক দেশবাসী রয়েছেন, তাঁদের মধ্যে ৫০ শতাংশকে টিকাকরণের আওতায় নিয়ে আসা গিয়েছে। ফলে চলতি বছরের মধ্যেই সমগ্র ভারতবাসীকে কমপক্ষে টিকার একটি ডোজ় দিয়ে ফেলার বিষয়ে আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছে কেন্দ্র। আরও পড়ুন: জন ধন অ্যাকাউন্ট থাকলেই এ বার মিলবে দুর্ঘটনা ও জীবন বিমার সুবিধাও, বিশেষ ঘোষণা কেন্দ্রের