Alipur Zoo: আলিপুর চিড়িয়াখানায় পরপর দু’দিনে দুই বাঘিনীর মৃত্যু
Tigress Death at Alipur Zoo: রূপা সাদা বাঘিনী, পায়েল ছিল ডোরাকাটা। ২০০৫ সালে পায়েলকে ওড়িশা থেকে নিয়ে আসা হয়েছিল। আর রূপার জন্ম এখানেই হয়েছিল। সোম এবং মঙ্গলবার ২৪ ঘণ্টা ব্যবধানে দুটি বাঘিনী মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টা ব্যবধানে দুটি বাঘিনীর মৃত্যু হয়।

কলকাতা: আলিপুর চিড়িয়াখানায় দুই বাঘিনীর মৃত্যু। দু’দিনের ব্যবধানে দুই বাঘিনীর মৃত্যুর ঘিরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, কোনও অসুস্থতা নয়, বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয়েছে দুটি বাঘিনীর। একজনের নাম পায়েল, বয়স ১৫ ও আরেক জনের নাম রূপা। বয়স ১৭। বাঘ সাধারণত ১৩-১৪ বছর বাঁচে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানাচ্ছে, এরা স্বাভাবিকের তুলনায় বেশি দিনই বেঁচেছে। চিড়িয়াখানার কর্মীদের যত্নেই তা সম্ভব হয়েছে।
রূপা সাদা বাঘিনী, পায়েল ছিল ডোরাকাটা। ২০০৫ সালে পায়েলকে ওড়িশা থেকে নিয়ে আসা হয়েছিল। আর রূপার জন্ম এখানেই হয়েছিল। সোম এবং মঙ্গলবার ২৪ ঘণ্টা ব্যবধানে দুটি বাঘিনী মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টা ব্যবধানে দুটি বাঘিনীর মৃত্যু হয়। তার প্রেক্ষিতে তৈরি হয়েছে তিনজন চিকিৎসকের বিশেষ দল গঠন করা হয়েছে। এদের পশু হাসপাতালে ময়না তদন্ত হবে।
এছাড়া একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে গোটা পোস্টমর্টেম প্রক্রিয়া ভিডিয়োগ্রাফি হবে এবং সেই রিপোর্ট জমা করবে। পরপর দুই বাঘিনীর মৃত্যুতে স্বাভাবিকভাবেই মন খারাপ চিড়িয়াখানার কর্মীদের।
এ প্রসঙ্গ বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, “আমাকে CWLW যে রিপোর্টটা দিয়েছে, তাতে উল্লেখ করা হয়েছে, দুজনেরই বয়স হয়েছিল। বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয়েছে। আমার কাছে যে রিপোর্টটা এসেছিল, তাতে মৃত্যু স্বাভাবিক। ওদের যত্নের কোনও খামতি ছিল না। আমাদের দফতরের প্রত্যেক কর্মীই পশু পাখিদের পরিবারের সদস্য হিসাবেই মনে করেন। সকাল থেকে সন্ধ্যা যাঁরা কাজ করছেন, তাঁদের পশুপাখিদের নিজেদের সন্তানের মতোই দেখভাল করেন।”
