Sandip Ghosh on RG Kar: সন্দীপের জমানায় MBBS সিলেকশনে ‘দুর্নীতি’, CBI এর রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য়

Shrabanti Saha | Edited By: জয়দীপ দাস

Oct 29, 2024 | 1:34 PM

Sandip Ghosh on RG Kar: প্রসঙ্গত, আখতার আলি যখন প্রথম এই মামলা করেন তখনই এ নিয়ে একগুচ্ছ প্রশ্ন উঠে গিয়েছিল। আখতার আলির মামলায় সামনে আসা তথ্যের উপর ভিত্তি করেই এই কেসে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।

Sandip Ghosh on RG Kar: সন্দীপের জমানায় MBBS সিলেকশনে ‘দুর্নীতি’, CBI এর রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য়
সন্দীপ ঘোষ।
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় সিবিআইয়ের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য়। এবার সন্দীপ ঘোষের সময় এমবিবিএস সিলেকশনে দুর্নীতির অভিযোগ। সূত্রের খবর, বিভিন্ন ফোন কলের রেকর্ড, এসএমএস ঘেঁটে দেখে এই তথ্য পেয়েছে সিবিআই। পুজোর আগেই কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত রিপোর্ট সিবিআইয়ের তরফে এই রিপোর্ট জমা পড়েছে বলে জানা যাচ্ছে। ২০২১ সালের পর থেকেই এই নিয়োগে দুর্নীতি হয়েছে বলে রিপোর্ট দেয় সিবিআই। 

প্রসঙ্গত, আখতার আলি যখন প্রথম এই মামলা করেন তখনই এ নিয়ে একগুচ্ছ প্রশ্ন উঠে গিয়েছিল। আখতার আলির মামলায় সামনে আসা তথ্যের উপর ভিত্তি করেই এই কেসে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই মামলার ক্ষেত্রে সিবিআইকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই রিপোর্ট থেকেই উঠে এসেছে আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য়। অভিযোগ, দেখা যাচ্ছে ২০২১ সালের পরে এমবিবিএসে যে সমস্ত সিলেকশন প্রক্রিয়া চলেছিল তাতেই বেশ কিছু ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। এর প্রমাণ হিসাবে বেশ কিছু কল রেকর্ড, মেসেজের খতিয়ান সিবিআই জমা দিয়েছে হাইকোর্টে। 

একইসঙ্গে হাউস স্টাফদের ক্ষেত্রেও বেশ কিছু দুর্নীতির অভিযোগ উঠেছে। বহু ক্ষেত্রে ইলেকট্রিক বিল থেকে শুরু করে কাজের বিলিংয়ের ক্ষেত্রে গোলযোগ দেখা দিয়েছে বলে অভিযোগ। যেখানে কাজের বিল ১০ হাজার টাকা হওয়া উচিত সেই সব ক্ষেত্রে ১ লক্ষ টাকা পর্যন্ত বিল দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই সমস্ত তথ্যই হাইকোর্টে জমা দিয়েছে সিবিআই। মনে করা হচ্ছে, এই রিপোর্টের হাত ধরে আরও তদন্ত প্রক্রিয়া এলে আরও নতুন তথ্য হাতে পেতে পারেন সিবিআইয়ের তদন্তকারী। তখন তদন্ত প্রক্রিয়া কোন দিকে যায় সেটাই দেখার। 

Next Article