Woman Harassment: প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ, খাস কলকাতায় তরুণীর সঙ্গে যা হয়েছে…

Harassment: ওই তরুণীর দাবি, "টালিগঞ্জ থানায় আমি অভিযোগ করতে চেয়েছিলাম। সেটা নেওয়া হয়নি। বলেছিল, এটা এত বড় ঘটনা নয়। অথচ আমাকে ধাক্কা মারা হয়েছে, গালিগালাজ করা হয়েছে। এরপর আমি ডিসিসাউথের ইমেল আইডিতে বিষয়টি জানাই। যদিও সেখান থেকে রেসপন্স আসেনি। অভিযুক্তরাও গ্রেফতার হয়নি।"

Follow Us:
| Edited By: | Updated on: May 11, 2024 | 8:35 PM

কলকাতা: শরৎ বোস রোডে তরুণীর শারীরিক নিগ্রহ ও তাঁর বন্ধুকে মারধরের ঘটনায় অধরা দুষ্কৃতীরা। ঘটনার পর ৪৮ ঘণ্টা পার হয়ে গেলেও এখনও কাউকে ধরতে পারেনি পুলিশ। ইতিমধ্যেই সিসিটিভির একটি ফুটেজ (ভিডিয়োর সত্যতা যাচাই টিভিনাইন বাংলা করেনি) সামনে এসেছে। তবে এখনও কেউ গ্রেফতার না হওয়ায় বাড়ছে ক্ষোভ। তরুণীর অভিযোগ, টালিগঞ্জ থানা শুধু তাঁর বন্ধুর অভিযোগ নিয়েছে। তাঁর অভিযোগ নেয়নি। ডিসি সাউথের দ্বারস্থ হন তিনি। যদিও পুলিশ সূত্রে খবর, যা অভিযোগ তারা পেয়েছে সেই মতোই তদন্ত চলছে।

ওই তরুণীর দাবি, “টালিগঞ্জ থানায় আমি অভিযোগ করতে চেয়েছিলাম। সেটা নেওয়া হয়নি। বলেছিল, এটা এত বড় ঘটনা নয়। অথচ আমাকে ধাক্কা মারা হয়েছে, গালিগালাজ করা হয়েছে। এরপর আমি ডিসিসাউথের ইমেল আইডিতে বিষয়টি জানাই। যদিও সেখান থেকে রেসপন্স আসেনি। অভিযুক্তরাও গ্রেফতার হয়নি।”

প্রসঙ্গত, শুক্রবার সকালে ওই তরুণী ও তাঁর বন্ধু কচুরি খেতে একটি দোকানে গিয়েছিলেন। সেখানেই একদল মদ্যপ যুবক তাঁদের ঘিরে হেনস্থা করে। তরুণীর আঘাত লাগে। তাঁর বন্ধুকে হেলমেট দিয়ে মারা হয় বলে অভিযোগ ওঠে।