SSC Exam interview list: বিতর্কের মধ্যেই ২৬ তারিখ ইন্টারভিউর জন্য চাকরিপ্রার্থীদের ডাকল SSC
Kolkata: প্রায় ছাব্বিশ হাজারের চাকরি বাতিলের পর নতুন করে নিয়োগের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ মেনে পরীক্ষা হয়েছে। নবম-দশম ও একাদশ-দ্বাদশের লেখা পরীক্ষা আগেই হয়ে গিয়েছে। এখন বাকি রয়েছে গ্রুপ সি ও গ্রুপ ডি-র পরীক্ষা। এরপর ফল বেরিয়েছে একাদশ-দ্বাদশের ইন্টারভিউ লিস্টের।

কলকাতা: বিক্ষোভ-বিতর্কের মধ্যেই এবার ইন্টারভিউর তারিখ ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন (SSC)। আগামী ২৬ নভেম্বর আঞ্চলিক অফিসগুলিতে ইন্টারভিউ পক্রিয়া শুরু করছে এসএসসি। মঙ্গলবার সন্ধেয় বিজ্ঞপ্তি জারি করে জানাল কমিশন। গত শনিবারই একাদশ ও দ্বাদশের শিক্ষক-শিক্ষিকাদের ইন্টারভিউর তালিকা প্রকাশ করা হয়েছিল। আগামী ছাব্বিশ তারিখ তাঁদেরই সাক্ষাৎকার পর্বের ডাক পড়ল।
প্রায় ছাব্বিশ হাজারের চাকরি বাতিলের পর নতুন করে নিয়োগের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ মেনে পরীক্ষা হয়েছে। নবম-দশম ও একাদশ-দ্বাদশের লেখা পরীক্ষা আগেই হয়ে গিয়েছে। এখন বাকি রয়েছে গ্রুপ সি ও গ্রুপ ডি-র পরীক্ষা। এরপর ফল বেরিয়েছে একাদশ-দ্বাদশের ইন্টারভিউ লিস্টের। তবে সেই লিস্ট ঘিরেও একাধিক বিতর্ক তৈরি হয়। যার জল ইতিমধ্যেই গড়িয়েছে কলকাতা হাইকোর্ট পর্যন্ত। অভিযোগ উঠেছে, কোর্টের বারণ পরও দাগি প্রার্থী পরীক্ষায় বসেছেন। এমনকি তাঁদের কয়েকজন ইন্টারভিউতেও ডাক পেয়েছেন। শুধু তাই নয়, একাদশ দ্বাদশ শ্রেণির শিক্ষকদের নামেক তালিকায় নাম রয়েছে ক্লার্কদেরও। ‘কাট অফ’ যেখানে ৭০ শতাংশের বেশি, সেখানেই থমকে নতুনরা। পূর্ণ নম্বর ৬০ পেয়েও চাকরি হয়নি একাধিক প্রার্থীর। মোট ২০ হাজারের সামান্য বেশি প্রার্থী ডাক পেয়েছেন। যদিও, কমিশন স্পষ্ট জানিয়েছে, বিশেষভাবে সক্ষমদের জন্য এমন কোনও নির্দেশ স্পষ্টভাবে দেওয়া ছিল না।
এরপর আজ করুণাময়ীর সামনে বিক্ষোভ দেখান নবাগত ও পুরনো চাকরিপ্রার্থীরা। উত্তাল হয়ে ওঠে করুণাময়ী চত্বর। চলে পুলিশি ধর-পাকড়। উভয়পক্ষই দাবি জানাতে থাকে শূন্যপদ বাড়াতে হবে। এই আবহের মধ্যেই এবার ইন্টারভিউর জন্য ডাক পড়ল চাকরিপ্রার্থীদের।
