Bengal BJP: ‘২৪-এর ভোটে বাংলায় ২৪ আসন পেতে ২৪ সভা শাহ-নাড্ডার

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Dec 28, 2022 | 7:52 PM

Bengal BJP: রাজ্যে অমিত শাহ ও জে পি নাড্ডার যে ২৪টি সভা করার কথা রয়েছে, তার মধ্যে শাহ করবেন ১২টি এবং নাড্ডা করবেন ১২টি সভা।

Bengal BJP: ২৪-এর ভোটে বাংলায় ২৪ আসন পেতে ২৪ সভা শাহ-নাড্ডার
জে পি নাড্ডা, অমিত শাহ

Follow Us

কলকাতা: ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ১৮টি আসন নিজেদের দখলে রাখতে পেরেছিল বঙ্গ বিজেপি (Bengal BJP)। ২০২৪ সালের লোকসভা ভোটে (General Election 2024) বিজেপির এবার লক্ষ্য কমপক্ষে ২৪টি আসন। তার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন বঙ্গ বিজেপির নেতারা। বিশেষ করে নজর দেওয়া হচ্ছে কলকাতা উত্তর, মথুরাপুর, আরামবাগ, কাঁথি ও তমলুক লোকসভা কেন্দ্রের উপর। এখনও পর্যন্ত যা খবর, ঠিক হয়েছে আগামী লোকসভা নির্বাচনে এই রাজ্য থেকে ২৪টি আসন জিততে ২৪টি সভা করবেন মোদীর সেনাপতি অমিত শাহ (Amit Shah) এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। বিভিন্ন লোকসভা কেন্দ্রে ঘুরে ঘুরে সভা করবেন তাঁরা।

বিশেষ করে যে আসনগুলিতে এর আগের নির্বাচনে পরাজিত হয়েছিল বিজেপি, সেগুলিতে বাড়তি জোর দেওয়ার নির্দেশ এসেছে কেন্দ্রীয় নেতৃত্বের থেকে। দলীয় সূত্র মারফত এমনই জানা গিয়েছে। রাজ্যে অমিত শাহ ও জে পি নাড্ডার যে ২৪টি সভা করার কথা রয়েছে, তার মধ্যে শাহ করবেন ১২টি এবং নাড্ডা করবেন ১২টি সভা। ২০২৩ সালেই এই সভাগুলি হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, কেন্দ্রীয় নেতৃত্বের এই ভাবনার কথা ইতিমধ্যেই দিল্লির থেকে আসা কেন্দ্রীয় পযাবেক্ষকদের জানিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা ভোট থেকেই বাংলায় ক্ষমতা বাড়াতে শুরু করেছিল পদ্ম শিবির। নির্বাচনী ফলাফলের থেকেই তা স্পষ্ট। ৪২টি আসনের মধ্যে ১৮টিতে জয়ী হয়েছিল। এরপর গত বিধানসভা নির্বাচনে আরও উল্কাগতির উত্থানের সাক্ষী থেকেছেন রাজ্য বিজেপির নেতারা। রাজ্য বিধানসভার প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছে বিজেপি। এমন অবস্থায় আগামী লোকসভা নির্বাচনে আরও বেশি আসনে গেরুয়া আবির ওড়াতে বদ্ধপরিকর বিজেপি নেতৃত্ব। সেই লক্ষ্যে ২০২৩ সালে রাজ্যের বিভিন্ন লোকসভা কেন্দ্র মিলিয়ে এক ডজন করে সভা করবেন জে পি নাড্ডা ও অমিত শাহ।

Next Article