App CAB: শহরে পাবেন না কোনও অ্যাপ বাইক বা ট্যাক্সি, বড় সিদ্ধান্ত নিল সংগঠন
App CAB: জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই বাড়ানো হচ্ছে না ভাড়া। নূন্যতম ভাড়া বাড়াতে অনেক দিন ধরেই দাবি জানাচ্ছিল অ্যাপ ক্যাব সংগঠন। শুধু তাই নয়, অনেকেরই হলুদ নম্বর প্লেট হয়নি।

কলকাতা: অফিসে যেতে অনেকেরই ভরসা অ্যাপ ক্যাব অথবা বাইক। গন্তব্যস্থলে তাড়াতাড়ি পৌঁছতে এই ক্যাব বা বাইকেই আস্থা রাখেন অনেকে। তবে সেই সকল যাত্রীদের জন্য দুঃখের খবর। কারণ বৃহস্পতিবার শহরের পথে নেই অ্যাপ ক্যাব অথবা বাইক। কারণ, অ্য়াপ ক্যাব ও বাইক ট্যাক্সি ইউনিয়ন নিয়েছে বড় সিদ্ধান্ত। তারা ডাক দিয়েছে বারো ঘণ্টার ধর্মঘটের।
জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই বাড়ানো হচ্ছে না ভাড়া। নূন্যতম ভাড়া বাড়াতে অনেক দিন ধরেই দাবি জানাচ্ছিল অ্যাপ ক্যাব সংগঠন। শুধু তাই নয়, অনেকেরই হলুদ নম্বর প্লেট হয়নি। তাঁরা লোনে গাড়ি নিয়ে আছেন ঠিকই। কিন্তু ব্যবসায়িকভাবে গাড়িতে খাটাতে পারছে না। সেই কাজ দ্রুত করে দেওয়ার দাবি জানান তাঁরা।
বৃহস্পতিবার বেলা বারোটা থেকে ধর্মঘট রয়েছে তাঁদের। মূলত, বামপন্থী অ্যাপ-ক্যাব সংগঠনই এই ধর্মঘটের ডাক দিয়েছে। এ দিকে, এই ধর্মঘটের ডাকে সকাল থেকেই কিন্তু অ্যাপ ক্যাব ও বাইকের সংখ্যা রাস্তায় খুবই কম। ফলত যাত্রী ভোগান্তি যে বাড়তে পারে সে কথা বলার অপেক্ষা রাখে না। এ প্রসঙ্গে, টিভি ৯ বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে আইসিআইটিইউ-র সহ সম্পাদক বলেন, “দীর্ঘদিন ধরেই আমরা আমাদের দাবিগুলো পরিবহণ মন্ত্রীকে জানিয়েছি। উনি আমাদের আশ্বস্ত করেছেন। কোনও লাভ হয়নি। অনেক দিন ধরে ওলা-উবের-ইনড্রাইভকে বলেছি আমাদের কোনও বিমা নেই। সামাজিক সুরক্ষা নেই। চালকের যদি মৃত্যু হয় সেই ১০ লক্ষ টাকা আমরা পাই না। তেলের দাম বাড়লেও ভাড়া বাড়েনি। সেই কারণে আমরা অফলাইন করছি।”

