Ramnavami Case: রামনবমীতে মুর্শিদাবাদে গণ্ডগোল, হাইকোর্টে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ

Shrabanti Saha | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 19, 2024 | 1:18 PM

Calcutta High Court: রামনবমীর মিছিল নিয়ে আগে থেকেই বহু বিতর্ক হয়েছে। রামনবমীর ঠিক আগের দিন হাইকোর্ট বলে, রাজ্যের যে কোনও জায়গায় ২০০ জনকে নিয়ে মিছিল করাই যায়। সেটা নিয়ন্ত্রণ করাও সম্ভব। প্রয়োজনে কেন্দ্রীয় সরকারের কাছে কেন্দ্রীয় বাহিনী চাওয়া যাবে বলেও জানানো হয়েছিল।

Ramnavami Case: রামনবমীতে মুর্শিদাবাদে গণ্ডগোল, হাইকোর্টে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ
কলকাতা হাইকোর্ট

Follow Us

কলকাতা: রামনবমীর মিছিল করার অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ২০০ জনে মিছিল নিয়ন্ত্রণ করা সম্ভব বলেই পর্যবেক্ষণ ছিল আদালতের। তারপরও মিছিলে অশান্তির অভিযোগ উঠেছে। মুর্শিদাবাদের সেই ঘটনা নিয়ে এবার প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হল কলকাতা হাইকোর্টে। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। বিশ্ব হিন্দু পরিষদের তরফে অভিযোগ জানানো হয়েছে।

রামনবমীর মিছিল নিয়ে আগে থেকেই বহু বিতর্ক হয়েছে। রামনবমীর ঠিক আগের দিন হাইকোর্ট বলে, রাজ্যের যে কোনও জায়গায় ২০০ জনকে নিয়ে মিছিল করাই যায়। সেটা নিয়ন্ত্রণ করাও সম্ভব। প্রয়োজনে কেন্দ্রীয় সরকারের কাছে কেন্দ্রীয় বাহিনী চাওয়া যাবে বলেও জানানো হয়েছিল। পরে রামনবমীর দিনই মুর্শিদাবাদে গণ্ডগোলের অভিযোগ ওঠে। বেশ কয়েকজন আহত হয়েছিলেন বলেও অভিযোগ।

গত বুধবার ছিল রামনবমীর মিছিল। মুর্শিদাবাদে সেই মিছিল ঘিরে সংঘর্ষের অভিযোগ ওঠে। ঘটনার পরের দিন জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বিজেপি অশান্তি ছড়িয়েছে। তিনি দাবি করেন, ঘটনায় ওসি সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। বিজেপিই অশান্তি ছড়িয়েছে, হামলা করেছে বলে অভিযোগ তোলেন তিনি। অন্যদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এনআইএ তদন্তের দাবি জানিয়ে রাজ্যপালের দ্বারস্থ হন।

Next Article