কলকাতা: চাঁদি ফাটা গরমেও ভোটপুজোয় মেতেছে গোটা দেশ। বাংলাতেও চড়ছে ভোটের উত্তাপ। প্রথম দফায় উত্তরবঙ্গের তিন জেলা জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে চলছে নির্বাচন। সব এখনও পর্যন্ত সব থেকে বেশি অশান্তির ছবি দেখা গিয়েছে কোচবিহারে। উঠেছে বুথ জ্যাম, রিগিংয়ের অভিযোগ। নির্বাচন কমিশনেও জমা পড়েছে গুচ্ছ গুচ্ছ অভিযোগ। প্রচুর অভিযোগ এসেছে রাজভবনে। সূত্রের খবর, এখনও পর্যন্ত নির্বাচন কমিশনে মোট ৩৮৩টি অভিযোগ জমা পড়েছে। তারমধ্যে কোচবিহার থেকে এসেছে ১৭২ অভিযোগ, আলিপুরদুয়ার থেকে এসেছে ১৩৫ অভিযোগ, জলপাইগুড়ি থেকে এসেছে ৭৬টি অভিযোগ। রাজনৈতিক দলগুলোর অভিযোগ মোট ২৮টি। যার মধ্যে বিজেপি ৯, তৃণমূল ৯ এবং সিপিএম ১টি অভিযোগ জমা করেছে।
আলিপুরদুয়ার সোনারপুর বি এফ পি স্কুলে বুথ জ্যাম, ভোটারদের ভয় দেখানো, বিজেপির বুথ ক্যাম্প ভাঙচুর, বিজেপির কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে শীতলকুচির ময়নাতলিতে দুজনকে মারধরের অভিযোগ উঠেছে। এক পোলিং এজেন্ট হাসপাতালে ভর্তি। এলাকায় গিয়েছেন বিধায়ক বরেন বর্মন। আলিপুরদুয়ারের ভাটিবাড়ি ২৬১ নম্বর বুথে আবার ইভিএম খারাপ থাকায় ২ ঘন্টা বন্ধ ছিল ভোট গ্রহণ।
উত্তেজনার ছবি জলপাইগুড়ির ডাবগ্রাম ফুল বাড়িতেও। বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। লোক নিয়ে বুথে ঢুকে গণ্ডগোল করছেন বিজেপি বিধায়ক। এমনই অভিযোগ ঘাসফুল শিবিরের। অন্যদিকে আবার আলিপুরদুয়ারের তুলসীপাড়া চা বাগানে চারটি বুথে বিজেপি এজেন্টদের বসতে না দেওয়ার আভিযোগ করেছেন বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা।
এদিকে আবার শীতলকুচি, মাথাভাঙা থেকেও ফোন আসছে রাজভবনের পিসরুমে। সূত্রের খবর, রাজভবনের পিসরুমে আসা বেশিরভাগ অভিযোগই ফলস ভোটের, ইভিএম জ্যামের। অনেক ভোটার ভোট দিতে যেতে ভয় পাচ্ছেন বলে অভিযোগ। বেশিরভাগ অভিযোগ দিনহাটা,মাথাভাঙা, শীতলকুচি,ধূপগুড়ি থেকে।
সকাল ১১টা পর্যন্ত ভোটের হার ৩৩.৫৬ শতাংশ। কোচবিহারে ৩৩.৬৩ শতাংশ ভোট। আলিপুরদুয়ারে ৩৫.২০ শতাংশ ভোট। জলপাইগুড়ি ৩১.৯৪ শতাংশ ভোট।