Kolkata: খাস কলকাতার গেস্ট হাউসে অস্ত্র-কার্তুজ নিয়ে নিরাপদে বসে ছিল ওরা!

Supriyo Guha | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 20, 2024 | 9:34 AM

Kolkata: কিছুদিন আগেই শিয়ালদহ থেকে উদ্ধার হয়েছিল আগ্নেয়াস্ত্র। আর এবার এজেসি বোস রোড। খাস কলকাতার গেস্ট হাউসগুলোও কি নিরাপদ নয়? প্রশ্ন উঠেছে।

Kolkata: খাস কলকাতার গেস্ট হাউসে অস্ত্র-কার্তুজ নিয়ে নিরাপদে বসে ছিল ওরা!
কলকাতায় অস্ত্র উদ্ধার
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: শহরের গেস্ট হাউস কি অপরাধের বাসা! রাতে তল্লাশি চালাতে গিয়ে চক্ষু চড়কগাছ পুলিশের। হাতেনাতে অস্ত্র সহ দুজনকে গ্রেফতার করল এসটিএফ। বৃহস্পতিবার রাতে কলকাতার একটি গেস্টহাউজে অভিযান চালায় এসটিএফ। প্রথমে দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে গ্রেফতার করা হয় তাঁদের।

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এসটিএফ-এর গোয়েন্দারা এজেসি বোস রোডের একটি গেস্ট হাউসে অভিযান চালায়। ধৃতদের নাম রবিশ কুমার, মীরজ মালিক। তাঁরা দুজনেই বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। তাঁদের কাছ থেকে দুটি ৯ এমএম অটোমেটিক পিস্তল, ১৮ রাউন্ড কার্তুজ।

ইতিমধ্যে আর্মস অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে। অস্ত্র কারবারের সঙ্গে তাঁদের যোগ আছে বলেই তদন্তকারীদের প্রাথমিক অনুমান। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র কেন তাঁরা নিয়ে এসেছিলেন? কাউকে সেগুলি দেওয়ার পরিকল্পনা ছিল কি না, সবটাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এই খবরটিও পড়ুন

কিছুদিন আগেই শিয়ালদহ থেকে উদ্ধার হয়েছিল আগ্নেয়াস্ত্র। আর এবার এজেসি বোস রোড। খাস কলকাতার গেস্ট হাউসগুলোও কি নিরাপদ নয়? প্রশ্ন উঠেছে।

একদিকে জাল পাসপোর্টের রমরমা চলছে! পাসপোর্ট থেকে আধার কার্ড, সব নথি জাল করে অপরাধীদের বাড়বাড়ন্ত চলছে বলেই তথ্য সামনে আসছে। তার মধ্যে এই অস্ত্র উদ্ধারকে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। কিছুদিন আগে যেভাবে প্রকাশ্যে কলকাতা পুরনিগমের কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা করা হয়, তাতেই নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছিল। ওই ঘটনার পর তৎপর হয় পুলিশও। তারপরও শহরে অস্ত্র উদ্ধার। পুলিশের ভূমিকা কি আবারও প্রশ্নের মুখে?

Next Article