Bangladesh Border: এতদিন খোলা পড়ে ছিল বড় এলাকা, সীমান্তে বাংলাদেশিদের ভিড় বাড়তেই কাঁটাতার বসাতে কোমর বেঁধে নেমে পড়েছে প্রশাসন

Aug 09, 2024 | 9:18 PM

Bangladesh Border: প্রশাসনিক সূত্রে খবর, রাজ্যে ২২০০ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। তারমধ্যে এখনও পর্যন্ত ১৬০০ কিলোমিটার এলাকায় কাঁটাতার বসেছে। যে এলাকায় কাঁটাতার বসেনি তাঁর অনেকটাই আবার নদী দিয়ে ঘেরা।

Bangladesh Border: এতদিন খোলা পড়ে ছিল বড় এলাকা, সীমান্তে বাংলাদেশিদের ভিড় বাড়তেই কাঁটাতার বসাতে কোমর বেঁধে নেমে পড়েছে প্রশাসন
প্রতীকী ছবি
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: বাংলাদেশে তৈরি হয়েছে নতুন অন্তবর্তী সরকার। বুধবারই হয়ে গিয়েছে শপথ গ্রহণ। তৈরি হয়েছে ১৭ সদস্যের নতুন মন্ত্রিসভা। মাথায় নোবেল জয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুস। এদিকে এখনও উদ্বেগের আবহ ভারতে। হাসিনা দেশ ছাড়তেই সে দেশে লাগাতার হিন্দুদের উপর আক্রমণের অভিযোগ উঠেছে। চিন্তা বেড়েছে ভারতের। উদ্বেগ প্রকাশ করে হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করার জন্য সে দেশের নতুন প্রধানের কাছে বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে গত কয়েকদিনে ভারতের সীমান্ত পারে প্রচুর ঘর ছাড়া মানুষের ভিড় দেখা গিয়েছে। বেশিরভাগই উত্তরবঙ্গের দিকে। সদা সতর্ক বিএসএফ। চিন্তা বেড়েছে তাঁদেরও। চলছে কড়া নজরদারি। এমতাবস্থায়, সীমান্তে যে সমস্ত এলাকায় কাঁটাতার ছিল না সেখানে বেড়া বসানোর কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর।

সূত্রের খবর, ২২৪ কিলোমিটার সীমান্তে কাঁটাতার বসানোর জন্য তৎপরতা বাড়িয়েছে রাজ্য সরকার। জমির বন্দোবস্ত করতেও চলছে খোঁজ। ওই গোটা এলাকার মধ্যে ৪৩ কিলোমিটার জমি অধিগ্রহণের কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে বলে খবর। ইতিমধ্যেই আবার রাজ্য মন্ত্রিসভা ২৬৭ কিমি জমি কেনার ব্যাপারে ছাড়পত্র দিয়ে দিয়েছে। যদিও গোটা কাজই হবে কয়েক দফায়। 

প্রশাসনিক সূত্রে খবর, রাজ্যে ২২০০ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। তারমধ্যে এখনও পর্যন্ত ১৬০০ কিলোমিটার এলাকায় কাঁটাতার বসেছে। যে এলাকায় কাঁটাতার বসেনি তাঁর অনেকটাই আবার নদী দিয়ে ঘেরা। তবে নদী ছাড়া যে এলাকা রয়েছে এবার সেখানে কাঁটাতার বসাতে কোমর বেঁধে নেমে পড়েছে প্রশাসনের কর্তারা। অবশ্যই মাথা ব্যথার কারণ যে বাংলাদেশ তা আর বলার অপেক্ষা রাখে না। সূত্রের খবর, কাঁটা তারের বেড়া বসানোর জন্য ১১২.৩ কিলোমিটার জমি কিনতে প্রায় ২২১ কোটি টাকা রাজ্যকে দিয়ে দিয়েছে কেন্দ্র। বাকি ১৫৪ কিমি জমির জন্য কত টাকা লাগবে সেই হিসাব কেন্দ্রকে দ্রুত দিতে চলেছে রাজ্য। 

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Next Article